বই মানুষের মানবিক মূল্যবোধ জাগ্রত করে : আনিস

হাটহাজারী প্রতিনিধি | সোমবার , ২৫ জানুয়ারি, ২০২১ at ৯:৩৩ পূর্বাহ্ণ

জাতীয় সংসদের প্যানেল স্পিকার, সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, যারা বই লেখেন তারা সমাজ পরিবর্তনে বিশাল ভূমিকা পালন করে থাকেন। বই পাঠ করলে মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ জাগ্রত হয়। সুপাল বংশ ভিক্ষু তার লেখা বইয়ের মাধ্যমে সমাজ পরিবর্তনের জন্য অবদান রেখেছেন। তার বই পাঠ করে মানুষ উপকৃত হবেন। তিনি গত শনিবার হাটহাজারীর মধ্যম মাদার্শা সার্বজনীন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সুপাল বংশ ভিক্ষু রচিত ভিক্ষু- শ্রমণ ও গৃহী বন্দনা নীতি নামক বইয়ের প্রকাশনা উৎসব উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে উল্লেখিত অভিমত ব্যক্ত করেন। বিহার চত্বরে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ভিক্ষু মহাসভার ভারপ্রাপ্ত সংঘনায়ক অধ্যাপক বনশ্রী মহাথেরো। সভার উদ্বোধক ছিলেন রাজগুরু অভয়ানন্দ মহাথেরো। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন একুশে পদকে ভূষিত প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুস গনি চৌধুরী, চউক বোর্ড সদস্য মো. জসিম উদ্দিন শাহ, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, স্থানীয় ইউপি চেয়ারম্যান এম এ মজিদ, স্বদেশ কুসুম চৌধুরী, অমলেন্দু বিকাশ বড়ুয়া প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপাঠানটুলীতে নিহত বাবুল হত্যাকারীদের বিচার চাইল পরিবার
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৯২ জন, একজনের মৃত্যু