বই পাঠ ও জ্ঞান বৃদ্ধি আলোকিত জাতি বিনির্মাণে সহায়ক

চন্দনাইশের গণপাঠাগার উদ্বোধনে এমপি নজরুল

| বুধবার , ২৩ নভেম্বর, ২০২২ at ১০:১৪ পূর্বাহ্ণ

চন্দনাইশের বরমা ইউনিয়নের সেবন্দিতে ‘সালমা খাতুন-সৈয়দ হেসামুদদ্বীন আহমদ-রোকেয়া হাসনাত পাঠগার’ নামক একটি পাবলিক লাইব্রেরি উদ্বোধন করা হয়েছে। এ পাঠাগার উদ্বোধন উপলক্ষে সম্প্রতি সেবন্দি সুফিয়া খাতুন মাদরাসা- হেফজ ও এতিমখানা মিলনায়তনে পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সভাপতি সৈয়দ আবুল হাসনাতের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নজরুল ইসলাম চৌধুরী এমপি।

বিশেষ অতিথি ছিলেন গাছবাড়িয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর সৈয়দ আবু ছাদেক মো. মুছা, চট্টগ্রাম ওয়াসা প্রধান প্রকৌশলী ইয়াকুব সিরাজদৌলাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোজাফফর আহমদ, টুরিস্ট পুলিশের এসপি শাহীন ইকবাল, কোরিয়ান প্রকৌশলী এম চোহ, চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাস্টার আহসান ফারুক, বলরাম চক্রবর্ত্তী, মো. মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদা চৌধুরী, ডা. রোকনুজ্জামান, আবুল কালাম আজাদ, এডভোকেট নাজিম উদ্দীন ও মাওলানা মুহাম্মদ আবদুল মতিন।

স্বাগত বক্তব্য দেন মোহাম্মদ জোবাইর সৈয়দ। অনুষ্ঠান পরিচালনা করেন সৈয়দ শিবলী ছাদেক কফিল। অন্যদের মধ্যে আলোচনা করেন- সুব্রত বড়ুয়া এপোলো, এস এম সেলিম, কৃষ্ণ চক্রবর্ত্তী, মো. শাখাওয়াত হোসনে টিপু, মো. নওশা মিয়া, অধ্যাপক মাওলানা সৈয়দ মঈনুদ্দীন, খোন্দকার ইমদাদুল হাসান সুজন, মো. নাছির উদ্দীন, মহিউদ্দিন, মাওলানা মুহাম্মদ বেলাল, হাফেজ মুহাম্মদ ছিদ্দিক প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বই পাঠে জ্ঞান বাড়ে। বই পাঠ ও জ্ঞান বৃদ্ধি আলোকিত জাতি বিনির্মাণে সহায়ক। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধওরা ‘রেলওয়ের বড় কর্মকর্তা’
পরবর্তী নিবন্ধবগুড়ায় এইচ এম স্টিলের নির্মাণ বন্ধন শীর্ষক মতবিনিময় সভা