বই পড়ার ওপর গুরুত্বারোপ

চট্টগ্রাম একাডেমির সাহিত্য আড্ডা | বৃহস্পতিবার , ২৭ জুন, ২০২৪ at ৬:১১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম একাডেমির মাসিক সাহিত্য আড্ডায় বেশি বেশি বই পড়ার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। গত ২৫ জুন একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে কথাসাহিত্যিক দীপক বড়ুয়ার সভাপতিত্বে ও সাহিত্যিক রাশেদ রউফের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এস এম মোখলেসুর রহমান।আলোচনায় অংশ নেন নেছার আহমদ, বিপুল বড়ুয়া, লেখক এস এম আবদুল আজিজ, জাহাঙ্গীর মিঞা, রেজাউল করিম স্বপন, ফারজানা রহমান শিমু, তরুণ কান্তি বড়ুয়া, কাসেম আলী রানা, অধ্যাপক গোফরান উদ্দীন টিটু, নীলরতন দাশগুপ্ত, মাহবুবা চৌধুরী। ছড়া কবিতা পাঠ করেন মর্জিনা আখতার, তৌফিকুল ইসলাম চৌধুরী, শরণাংকর বড়ুয়া, গৌতম কানুনগো, লিটন কুমার চৌধুরী, মারজিয়া খানম সিদ্দিকা, শিরিন আফরোজ, লিপি বড়ুয়া, স্বর্ণা তালুকদার, নিশাত হাসিনা শিরিন, সোমা মুৎসুদ্দী, সুবর্ণা দাশ মুনমুন, পুষ্পিতা সেন, পারভীন আকতার, সুমি দাশ, জাহানারা মুন্নী, রেহেনা আকতার, শিউলী নাথ, সৌভিক চৌধুরী, শিপ্রা দাশ, প্রতিমা দাশমিতা পোদ্দার, জেসমিন জেসী, প্রদ্যোৎ কুমার বড়ুয়া, মুক্তা রাণী দেবী, দিলরুবা খানম, দিলরুবা খানম রুবি, সিমলা চৌধুরী, কুতুবউদ্দিন বখতেয়ার, আলমগীর হোসাইন, মল্লিকা বড়ুয়া, রায়হানা হাসিব, জি এম জহির উদ্দিন, মনজুর আলম মঞ্জু, নাজনীন লাকী, ইফতেখার মারুফ, আবুল কালাম বেলাল, আজিজ রাহমান, এম কামাল উদ্দিন, সুমনা বড়ুয়া প্রমুখ। অনুষ্ঠানে গল্পকার রুনা তাসমিনা সম্পাদিত ‘অনন্য ধারা’র পাঠ উন্মোচন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনাসায় যাচ্ছে প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল শিক্ষার্থীরা
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধু ভ্রাম্যমাণ লাইব্রেরি পরিদর্শনে চুয়েট ভিসি