বই কিনুন, বই পড়ুন, পাঠাগার স্থাপন করুন

সিরাজুম মনিরা তোহ্‌ফা | রবিবার , ৩১ আগস্ট, ২০২৫ at ১১:১৩ পূর্বাহ্ণ

আমরা যদি প্রতিদিন বই পড়ি, তবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বই পড়তে ও বই সম্পর্কে জানতে আগ্রহী হবে। বিভিন্ন সামাজিক অনুষ্ঠান যেমন: বিয়ে, জন্মদিন, আকীকাসহ নানা অনুষ্ঠানে আমরা একে অপরকে দামি উপহারের পরিবর্তে বই উপহার দিতে পারি। তাছাড়া বই পড়ার মাধ্যমে লেখালেখি ও বিভিন্ন বিষয় সম্পর্কে জানার আগ্রহ তৈরি হয়। অর্থাৎ বই পড়ার মাধ্যমে একজন পাঠক লেখকেও পরিণত হতে পারে। বই পড়ার মাধ্যমে একজন ব্যক্তি ভালো বক্তা ও একজন পরিপূর্ণ লেখক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে। বই পড়ার মাধ্যমে প্রতিনিয়ত নতুন শব্দের সাথে পরিচিত হওয়া যায়। যা ব্যক্তির কথাবার্তায় সুন্দর রুচিবান ব্যক্তিত্বের পরিচয় বহন করে। আমরা যদি আমাদের সকলের ঘরের একটি কক্ষে হলেও, ছোট পরিসরে পাঠাগার স্থাপন করতে পারি, তা আমাদের সকলের জন্য মঙ্গল বয়ে আনবে। পাঠাগার স্থাপনের মাধ্যমে আমরা যেমন বইয়ের প্রতি উদ্বুদ্ধ হতে পারি, তেমনি ছোটোদেরও বই পড়ার জন্য উৎসাহিত করতে পারি। আমরা যদি প্রতিটি গ্রামে ও শহরে সকলের সহায়তায় একটি করে পাঠাগার স্থাপন করতে পারি, তবেই আমাদের সমাজ, রাষ্ট্র, তথা দেশের জনগণ যথার্থ পরিপূর্ণ জ্ঞানের স্বাদ আচ্ছাদন করতে পারবে।

পূর্ববর্তী নিবন্ধকেমন চাকসু চাই?
পরবর্তী নিবন্ধস্কুলে পড়াশোনার পাশাপাশি কেন জীবন দক্ষতাগুলি শেখানো উচিত