বই অনবদ্য প্রেরণা ও পথপ্রদর্শক

মুক্তিযুদ্ধের বিজয় বই উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা

| বৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর, ২০২৫ at ১১:২০ পূর্বাহ্ণ

মুক্তিযুদ্ধের বিজয় বই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেছেন, বাঙালির যা কিছু বড় মাপের অর্জন, তা সম্ভব হয়েছে বাঙালির ঐক্য ও সংহতির ভিত্তিতে। মুক্তিযোদ্ধাদের মহিমান্বিত ও দুঃসাহসিক বীরত্বের অমরগাথা কোটি কোটি বাঙালি হৃদয়ের মণিকোঠায় চিরজাগরূক থাকবে। তাঁরা বলেন, বই আমাদের জীবনে এক অনবদ্য প্রেরণা ও পথপ্রদর্শক। সুন্দর জীবনের পথে বই ব্যতীত আমাদের জীবন যেন অর্থহীন। বই মানুষের সবচেয়ে উত্তম সঙ্গী, কারণ এটি জ্ঞান, প্রজ্ঞা ও বিনোদনের অফুরন্ত উৎস, যা মানসিক শক্তি জোগায়, নতুন জগত উন্মোচনে সাহায্য করে এবং জীবনের কঠিন সময়ে সান্ত্বনা ও পথপ্রদর্শক হিসেবে কাজ করে।

গত ১৬ ডিসেম্বর চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে অনুষ্ঠিত উৎসবের উদ্বোধন করেন শিক্ষাবিদ প্রফেসর রীতা দত্ত। কবি নাট্যকার অভীক ওসমানের সভাপতিত্বে এতে আলোচক ছিলেন কলামিস্ট মেজর (অব.) এমদাদুল ইসলাম, . নারায়ন বৈদ্য, অধ্যাপক শাহনাজ পারভীন সিঁথি, অধ্যাপক মৃণালিনী চক্রবর্তী, মোহাম্মদ জহির ও জসিম উদ্দিন খান। স্বাগত বক্তব্য রাখেন রাশেদ রউফ। অনুষ্ঠানে কবি গোফরান উদ্দীন টিটু, সৈয়দা সেলিমা আক্তার ও সৈয়দা করিমুননেসার সাহিত্যপরিবারকে সম্মাননা প্রদান করা হয়।

এরপর মুক্তিযুদ্ধের কবিতা পাঠের আসরে সভাপতিত্ব করেন কবি রিজোয়ান মাহমুদ। কবিতা পাঠ করেন কবি আকতার হোসাইন, কাসেম আলী রানা, জিএম জহির উদ্দীন, শামীম ফাতেমা মুন্নী, কল্যাণ বড়ুয়া, আজিজ রাহমান, আবুল কালাম বেলাল, আনোয়ারুল হক নূরী, অমিত বড়ুয়া, পুষ্পিতা সেন, তারিফা হায়দার, রেহেনা আকতার, সৈয়দা করিমুননেসা।

মুক্তিযুদ্ধের সাহিত্য বিষয়ে আলোচনা পর্বে সভাপতিত্ব করেন কবি ওমর কায়সার। আলোচক ছিলেন বিপুল বড়ুয়া, অধ্যাপক বিচিত্রা সেন, . শ্যামল কান্তি দত্ত। মুক্তিযুদ্ধের কবিতা আবৃত্তি করেন দিলরুবা খানম, সৌভিক চৌধুরী, প্রতিমা দাশ, লিপি তালুকদার, মলিনা মজুমদার, রিনিক মুন, সোমা মুৎসুদ্দী, এস টি এফ যূঁথী, হৈমন্তী তালুকদার।

অনুভবে অস্তিত্বে একাত্তরের মুক্তিযুদ্ধ’ শীর্ষক আলোচনা পর্বে সভাপতিত্ব করেন কাজী রুনু বিলকিস। আলোচক ছিলেন নেছার আহমদ, জাহাঙ্গীর মিঞা, এস এম আবদুল আজিজ, শাকিল আহমদ, নিজামুল ইসলাম সরফী, খনরঞ্জন রায়, মুহাম্মদ মহসীন চৌধুরী, কুমুদিনী কলি, রফিকুল ইসলাম ভূঁইয়া, বাবুল কান্তি দাশ, নবাব হোসেন মুন্না, বিলাস কান্তি দাস, পুলক চন্দ। মুক্তিযুদ্ধের গান পরিবেশন করেন শিউলী নাথ, কাকলী দাশগুপ্ত। সবশেষে মুক্তিযুদ্ধের কবিতা ও ছড়া পাঠ পর্বে সভাপতিত্ব করেন ডা. প্রণব কুমার চৌধুরী। অংশগ্রহণ করেন দীপক বড়ুয়া, সৈয়দ খালেদুল আনোয়ার, সাইফুদ্দীন আহমদ সাকী, ইফতেখার মারুফ, আকাশ আহমেদ, গোফরান উদ্দীন টিটু, ইসমাইল জসীম, নিশাত হাসিনা শিরিন, মঈনুল হক চৌধুরী জোসেফ, প্রদ্যোত কুমার বড়ুয়া, নীলরতন দাশগুপ্ত, ফারহানা ইসলাম রুহী, লিপি বড়ুয়া, শিরিন আফরোজ, গৌতম কানুনগো, কানিজ ফাতিমা, মোয়াজ্জেম হোসেন, সুমি দাশ, তানভীর হাসান বিপ্লব, শিপ্রা দাশ, সৈয়দা সেলিমা আক্তার, ইলিয়াস হোসেন, দীপিকা বড়ুয়া, মর্জিনা হক চৌধুরী পপি, কাজী নাজরিন, মোহাম্মদ ইসমাইল, আলমগীর হোসাইন, সত্যজিৎ দাশ কাঞ্চন, পূর্বা চৌধুরী, সেলিম তালুকদার আকাশ, বিকাশ বড়ুয়া, নাটু বিকাশ বড়ুয়া, সুচিত্রা ভট্টাচার্য, এম.সাইমন, ইলিয়াস সরকার, সুপর্ণা লিপি বড়ুয়া, তানজিনা রাহী, আনিস শাহরিয়ার, রূপক কুমার রক্ষিত, আরো অনেকে। বিভিন্ন পর্ব সঞ্চালনায় ছিলেন আয়েশা হক শিমু, মর্জিনা আখতার, বাসুদেব খাস্তগীর, কাঞ্চনা চক্রবর্তী ও সিমলা চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঝর্ণাপাড়া নবী চৌধুরী রোড মহল্লা উন্নয়ন কমিটির মতবিনিময়
পরবর্তী নিবন্ধশিশুদের বিনোদনের ঠিকানা হ্যাপি ল্যান্ডের উদ্বোধন