বইমেলা : শেখ রাসেলের জন্মদিনকে ঘিরে অপূর্ব আয়োজন

অনুপ বিশ্বাস | বুধবার , ১৮ অক্টোবর, ২০২৩ at ৫:৫৮ পূর্বাহ্ণ

বই নিয়ে অনেক গুণী অনেক কথা বলেছেন। সৈয়দ মুজতবা আলী বলেছেন, বই কিনে কেউ দেওলিয়া হয় না। আসলে বই মানুষের চোখ খুলে দেয়। বই পড়লে মানুষ সমৃদ্ধ হয়। সঠিক ধরনের সাহিত্য যেকোনো বিষয় সম্পর্কে একটি নতুন দৃষ্টিকোণ দিতে সক্ষম। যেটা কিনা আমাদের মনকে সতেজ করে তুলতে সাহায্য করে। গবেষকসাহিত্যিকদের মতে ‘একটি বই মূলত আপনাকে যে বার্তাটি দেয়, সেটি হল নিজের নীতিতে অটল থাকার। এ কারণে নানা ধরনের মানসিক পীড়া থেকে মুক্তি মেলে আর মন পুরো পরিশুদ্ধ নতুনের মতো হয়ে যায়। একটি বই আমাদের জীবনে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে চলছে ‘শেখ রাসেল বইমেলা’। আজ শেখ রাসেলের জন্মদিন। এ উপলক্ষ্যে আয়োজিত বইমেলাটি আজ শেষ হয়ে যাবে। যারা আগ্রহী, দ্রুত বই কিনে নিজের সংগ্রহে রাখুন। পড়ুন। শিশুকিশোরদের বইমুখী করুন। গ্যালারি ভবনের দ্বিতীয় তলায় ১০টি স্টলে গুরুত্বপূর্ণ বই শোভা পাচ্ছে। শৈলী, প্রজ্ঞা, শালিক, রাদিয়া, শব্দশিল্প, ঝিলমিল, আদিগন্ত, বাংলাদেশ শিশু একাডেমি, বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি, কারেন্ট বুক সেন্টার তাদের বইগুলো সর্বোচ্চ ছাড় দিয়ে সংগ্রহ করার সুযোগ দিয়েছে। শেখ রাসেলের জন্মদিনকে ঘিরে এ ধরনের আয়োজনের জন্য আমি বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমিকে ধন্যবাদ জানাই।

পূর্ববর্তী নিবন্ধরাসেল সোনা চাঁদের কণা
পরবর্তী নিবন্ধচোখের মনি রাসেল