বইপড়ুয়া তারুণ্য মুক্তিযুদ্ধের স্বপ্ন ও আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে পারে

মুক্তিযুদ্ধের বিজয় বই উৎসবে বক্তারা

| মঙ্গলবার , ১৪ ডিসেম্বর, ২০২১ at ৯:০৮ পূর্বাহ্ণ

শৈলী প্রকাশন আয়োজিত মুক্তিযুদ্ধের বিজয় বই উৎসবে বইবন্ধু সম্মাননা অনুষ্ঠানে বক্তারা বলেছেন, মুক্তিযুদ্ধ বাঙালি ইতিহাসের এক হিরণ্ময় অধ্যায়। সেই মুক্তিযুদ্ধের স্বপ্ন ও আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে পারে বইপড়ুয়া তারুণ্য। দেশকে ভালোবাসতে হলে দেশের জন্ম ইতিহাস-ঐহিত্য জানতে হবে। চট্টগ্রাম একাডেমি ফয়েজ নুর নাহার মিলনায়তনে গতকাল সোমবার মুক্তিযুদ্ধের বিজয় বই উৎসবে বইবন্ধু সম্মাননা অনুষ্ঠানে বক্তারা একথা বলেন। শৈলী প্রকাশনের কর্ণধার রাশেদ রউফের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহিত্যিক অধ্যক্ষ তহুরীন সবুর ডালিয়া। শৈলী বইবন্ধু সম্মাননা প্রাপ্তদের মধ্যে অনুভূতি ব্যক্ত করেন প্রফেসর সালমা রহমান, প্রফেসর দিলরুবা আক্তার চৌধুরী, কলামিস্ট মুহাম্মদ মুসা খান, সাপ্তাহিক স্লোগান সম্পাদক মোহাম্মদ জহির, প্রাবন্ধিক রেজাউল করিম স্বপন, অধ্যাপক মোহাম্মদ হাসানুল ইসলাম, পরিমল ধর, মুহাম্মদ মহসীন চৌধুরী, অধ্যাপক সুপ্রতিম বড়ুয়া, অধ্যাপক শিপন চন্দ্র দেবনাথ, অধ্যাপক কাঞ্চনা চক্রবর্তী, সুবর্ণা দাশ মুনমুন, অমল বড়ুয়া, অধ্যাপক পিংকু দাশ, ছাইফুল হুদা ছিদ্দিকী, সৌভিক চৌধুরী, বাবুল কান্তি দাশ, মোহাম্মদ আইয়ুব, প্রদীপ ভট্টাচার্য, আজিজা রূপা। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লিপি চৌধুরী, সঙ্গীতা চৌধুরী, মর্জিনা আখতার, গল্পকার দীপক বড়ুয়া, শিশুসাহিত্যিক বিপুল বড়ুয়া, অধ্যাপত শেখ মঈনুল হক চৌধুরী যোসেফ, নিশাত বড়ুয়া শিরিন, প্রাবন্ধিক নেছার আহমদ, লায়ন জাহাঙ্গীর মিঞা, লায়ন এসএস আবদুল আজিজ, শারুদ নিজাম, শিশুসাহিত্যিক সাংবাদিক শিবুকান্তি দাশ, জসীম উদ্দিন খান, আজিজ রাহমান, এম. কামাল উদ্দিন, সাংবাদিক আরিফ রায়হান, অধ্যাপক গোফরান উদ্দিন টিটু, সৈয়দা সেলিমা আক্তার, ফারজানা রহমান শিমু, আবুল কালাম বেলাল, লুনা চৌধুরী, অধ্যাপক বিচিত্রা সেন, ফারহানা ইসলাম রোজী, তহিদ চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে কবি হেলাল চৌধুরীর ‘জলমোতির অশ্রুজল’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন করা হয়। উল্লেখ্য, উৎসব প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ সাংবাদিক পরিষদের দক্ষিণ জেলা সম্মেলন
পরবর্তী নিবন্ধঅভিযুক্ত দুজন পেয়েছেন বিভাগ