হাটহাজারীর ফতেপুরে বর্ণাঢ্য আয়োজনে ফয়েজ উল্লাহ মিয়া উকিল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত শনিবার রাত ৮টায় অনুষ্ঠিত হয়। ফয়েজ নুর নাহার ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় এবং হযরত জিনত আলী শাহ্ (রহ.) স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় আয়োজিত এই খেলায়
ইসলামিয়াহাট ক্যাসল ব্ল্যাককে ২–১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কক্সবাজার ফুটবল একাদশ। খেলা শেষে ওয়াহিদুল আলম রিয়াদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদাফ আল পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ
সম্পাদক মঞ্জুরুল আলম চৌধুরী। প্রধান অলোচক ছিলেন ফয়েজ নুর নাহার ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক এডভোকেট মোহাম্মদ রফিক মিয়া।
বিশেষ অতিথি ছিলেন ফয়েজ নুর নাহার ফাউন্ডেশনের পরিচালক ইদ্রিস মিয়া, পরিচালক মো. শফি মিয়া, পরিচালক বিশিষ্ট ব্যাংকার হারুন উর রশিদ। উপস্থিত ছিলেন নাঈম উদ্দিন মেম্বার, রাসেল মনি বাহাদুর মেম্বার প্রমুখ। উল্লেখ্য, মরহুম এডভোকেট ফয়েজ উল্লাহ মিয়ার নামে ৬ষ্ঠ বারের মতো এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।