ফয়সালা রাজপথেই

নয়া পল্টনে প্রতিবাদ সমাবেশে মোশাররফ

| বুধবার , ১৪ ডিসেম্বর, ২০২২ at ৮:৪৩ পূর্বাহ্ণ

রাজনৈতিক আন্দোলনের মধ্য দিয়েই ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটানোর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। গতকাল বিকালে নয়া পল্টনে দলের এক প্রতিবাদ সমাবেশে তিনি বলেন, আমাদের টার্গেট এই সরকারের পতন। তাদের পতন ঘটিয়ে আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পূর্ণাঙ্গ মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে এনে স্বাধীনভাবে রাজনীতি করার পরিবেশ সৃষ্টি এবং আমাদের নেতৃবৃন্দকে মুক্ত করতে আমাদের কাছে আর কোনো বিকল্প নাই।

তিনি বলেন, আমরা বলতে চাই, আগামী দিনে আমরা তাদের (ক্ষমতাসীনদের) রাজনৈতিকভাবে মোকাবিলা করব। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, ফয়সালা হবে রাজপথে এবং এই রাজপথে ফয়সালা করার জন্য ব্যর্থ-ফ্যাসিবাদ-স্বৈরাচারী সরকারের পতন ঘটানোর জন্য আপনারা সকলে রাজপথে প্রস্তুতি গ্রহণ করুন। এছাড়া কোনো বিকল্প নাই। খবর বিডিনিউজের।

ঢাকায় সমাবেশস্থল নিয়ে টানাপড়েনের মধ্যে গত ৭ ডিসেম্বর নয়া পল্টনে বিএনপি নেতা-কর্মীরা জড়ো হলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে। ওই ঘটনায় একজন নিহত ও শতাধিক আহত হন। সে সময় বিএনপি কার্যালয়ে অভিযান ও তল্লাশি চালায় পুলিশ, আটক করা হয় দলটির কয়েকশ নেতাকর্মীকে। এরপর বিএনপি কার্যালয়সহ পল্টনের সড়ক দুদিন নিয়ন্ত্রণে নেয় পুলিশ, বন্ধ হয়ে যায় যান চলাচল।

ওই ঘটনার পর গতকাল পল্টনে বিএনপির প্রথম প্রতিবাদ সমাবেশে মোশাররফ হোসেন বলেন, অনেকে বলেন, আপনারা কী করবেন? আওয়ামী লীগের হাতে পুলিশ আছে, আওয়ামী লীগের হাতে প্রশাসন আছে। আমি বলতে চাই, এদেশেও এই ধরনের স্বেরাচার অতীতে ছিল। এরশাদ স্বৈরাচারকে এদেশের ছাত্র-জনতা গণঅভ্যুত্থানের মাধ্যমে বিদায় করেছে, পাকিস্তানের সময় আইয়ুব খানকে বিদায় করেছে। আপনারা কয়েক মাস আগে দেখেছেন, শ্রীলঙ্কায় সেই রাজাপাকসে ভাইদেরকে জনগণ রাস্তায় নেমে গণঅভ্যুত্থান করে তাদের বিদায় করেছে। তাই আমরা বলতে চাই, জনগণ প্রস্তুত।

আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে তিনি বলেন, আমাদের প্রশাসনে যারা কাজ করেন, আমাদের পুলিশ বাহিনীকে বলতে চাই, আপনারা জনগণের শত্রু নন, আপনারা জনগণের অংশ, আপনারা জনগণের পক্ষ। আপনারা শপথ নিয়েছেন দেশের জনগণের স্বার্থ রক্ষা করার জন্য। আপনারা যারা প্রশাসনে আছেন, আপনারা যারা পুলিশ বিভাগে আছেন, দয়া করে জনগণের পাশে অবস্থান গ্রহণ করুন। প্রতিবাদ সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ নেতৃবৃন্দ বক্তব্য দেন।

পূর্ববর্তী নিবন্ধরোবট করবে জিনস সেলাই এশিয়ার সামনে শঙ্কা
পরবর্তী নিবন্ধমুক্তিযুদ্ধের বিজয় শিখা প্রজ্বলন