যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মায়ামি বিচে ফিলিস্তিনি ভেবে দুই ইসরায়েলি পর্যটকের ওপর গুলি চালানো এক ইহুদি ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মোর্ডেকাই ব্রাফম্যান (২৭) নামের এই ব্যক্তি শনিবার এক গাড়ির ভেতরে ‘দুই ফিলিস্তিনিকে দেখে’ তাদের গুলি করেন। কিন্তু গাড়ির ওই দুই আরোহী ছিলেন ইসরায়েলি ইহুদি পর্যটক। তারা বাবা ও ছেলে। এই ইসরায়েলি পর্যটকদের ধারণা ছিল, তারা সম্ভবত ইহুদি বিদ্বেষী একটি হামলার শিকার হয়েছেন। ব্রাফম্যান তাদের গাড়ি লক্ষ্য করে একটি আধা–স্বয়ংক্রিয় বন্দুক দিয়ে ১৭ বার গুলি করেন, জানিয়েছে টাইমস অব ইসরায়েল। পুলিশ জানিয়েছে, গুলি করার আগে ওই দুইজনের সঙ্গে ব্রাফম্যানের কোনো তর্কাতর্কি বা ঝগড়া হয়নি, সে বিনা উস্কানিতে এ ঘটনা ঘটিয়েছে। মানবাধিকার কর্মীরা বলছেন, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের হামলার পর গাজায় যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্রের মিত্র ইহুদি রাষ্ট্রটি; তারপর থেকে যুক্তরাষ্ট্রে মুসলিমবিরোধী, ফিলিস্তিনবিরোধী ও ইহুদিবিদ্বেষী ঘৃণা বেড়েছে। টেক্সাসে, মাত্র তিন বছর বয়সী এক ফিলিস্তিনি আমেরিকান মেয়েকে পানিতে ডুবিয়ে হত্যার চেষ্টা করা হয়। ইলিনয়ে, ছয় বছর বয়সী আরেক ফিলিস্তিনি আমেরিকান বালককে মারাত্মক ছুরিকাঘাত করা হয়। এছাড়া, টেক্সাসে এক ফিলিস্তিনি আমেরিকানকে ছুরিকাঘাত, নিউইয়র্কে মুসলিম এক ব্যক্তিকে মারধর, ক্যালিফোর্নিয়ায় ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের ওপর সহিংস হামলা এবং ভারমন্টে তিন ফিলিস্তিনি–আমেরিকান শিক্ষার্থীকে গুলি করা হয়।