ফ্লোবেল একাডেমিতে উদ্বোধন হল হারবাল হিলিং গার্ডেন

| বুধবার , ২৮ মে, ২০২৫ at ১০:০৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামের অনন্যা আবাসিক এলাকায় অবস্থিত ফ্লোবেল একাডেমিতে আয়োজিত হল স্টিমস ডে২০২৫। এদিনের মূল আকর্ষণ ছিল শিক্ষার্থীদের মানসিক সুস্থতা ও আবেগীয় বিকাশে সহায়ক একটি শান্তিপূর্ণ পরিসর ‘হারবাল হিলিং গার্ডেন’ এর উদ্বোধন। পুরো প্রকল্পটির পরিকল্পনা ও বাস্তবায়নে ছিল ফ্রোবেল একাডেমির ৮ম শ্রেণির ৩৬ জন শিক্ষার্থী।

বর্তমানে বিশ্বব্যাপী কিশোরকিশোরীদের মানসিক স্বাস্থ্য নিয়ে যে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে তার প্রতি দৃষ্টি রেখে ফ্রোবেল একাডেমি এই সহানুভূতিপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে। প্রকৃতির সান্নিধ্যে নির্মিত হারবাল হিলিং গার্ডেন শিক্ষার্থীদের ধ্যান, মননচর্চা এবং আত্ম অন্বেষণের সুযোগ করে দেবে। এই হিলিং গার্ডেনে রোপণ করা হয়েছে ২৫ প্রকারের ভেষজ গাছের চারা যেগুলোর রয়েছে স্বাস্থ্যের উন্নতিতে সহায়ক বিভিন্ন ঔষধি গুণ। ইতিমধ্যে স্কুলটির দৈনন্দিন রুটিনে এই ধরনের মাইন্ডফুলনেস চর্চা সংযোজিত হয়েছে যা শিক্ষার্থীদের আত্মসচেতনতা, অন্তর্দৃষ্টি এবং মানসিক দৃঢ়তা বৃদ্ধিতে ভূমিকা রাখছে।

এই প্রসঙ্গে ফ্লোবেল একাডেমির পরিচালক ও প্রিন্সিপাল হাওরা তেহসিন দ্রোহ্যয়ের বলেন, আমরা বিশ্বাস করি, একটি শিশুর মানসিক সুস্থতাই তার প্রাতিষ্ঠানিক এবং সামাজিক সফলতার ভিত্তি। হিলিং গার্ডেন আমাদের শিশুদের আত্মসচেতন, মননশীল এবং সহানুভূতিশীল মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে। এভাবেই আমরা ভবিষ্যতের নেতৃত্বগুণ সম্পন্ন শিক্ষার্থী তৈরি করছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিটাগাং ক্যান্টনমেন্ট লেডিস ক্লাবের সভাপতি রাজিনা মুশফিক। অনুষ্ঠানের বিভিন্ন পর্বে ছিলেন হেড অফ স্কুল নুসরাত খান, স্কুল পরিচালক সাবিন আমীর, কী স্টেজ হেড সৈয়দা রেহনুমা তারমীন, আলিশা তরিক চাঙ্গি, আব্দুল্লাহ বিন সুলায়মান ধান ও হেড অফ এডমিন আমজাদ হোসেন।

এদিন ইন্টার‌্যাকটিভ স্টিমস কার্যক্রম : বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল শিল্প, গণিত ও খেলাধুলায় শিক্ষার্থীদের দক্ষতা বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে উপস্থাপন করা হয়। এছাড়া শিক্ষার্থীদের বাহ্যত চিত্রকর্ম যা তারা নিজেস্ব চিন্তাভাবনা ও সৃজনশীলতা প্রকাশ করে তা দিয়ে একটি চিত্র প্রদর্শনীরও আয়োজন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসন্দ্বীপে রিফাত হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
পরবর্তী নিবন্ধচবি আয়োজিত আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন