খুলশির সিপিডিএল রহিম’স প্লাজার নীচতলায় যাত্রা শুরু করেছে ফ্লেভারস প্রিমিয়াম সুইটস অ্যান্ড বেকার্স। গতকাল সোমবার সকালে উদ্বোধন করেন ডা. আবদুর রহিম ও ইফতেখার হোসাইন। উদ্বোধনী অনুষ্ঠানে ফ্লেভারস-এর পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন আলাউদ্দিন আল হাসেম, মোস্তফা ইকবাল জোবায়ের, মাহবুবুল কবির খান, মোহাম্মদ হাসানুল কবির, মোহাম্মদ শাহেদুল আলম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কামাল খন্দকার, মিনহাজ সত্তার প্রমুখ। অতিথিবৃন্দ এসময় বলেন, নগরীর অন্যসব খাবারের প্রতিষ্ঠানের চেয়ে একেবারেই ভিন্ন স্বাদ দেওয়ায় জন্য কাজ করে যাচ্ছে ফ্লেভারস। ভোজনরসিকদের শহর চট্টগ্রামে মিষ্টি তৈরিতে এরমধ্যে সাড়া ফেলেছে ফ্লেভারস। প্রেস বিজ্ঞপ্তি।