ফ্লাইওভার থেকে হাত-পা বাঁধা যুবক উদ্ধার

আজাদী প্রতিবেদন | শনিবার , ৫ ডিসেম্বর, ২০২০ at ৫:২৯ পূর্বাহ্ণ

ফ্লাইওভারের পিলারের ফাঁকে হাত-পা বাঁধা অবস্থা থেকে সজীব (২০) নামে ভাসমান এক যুবককে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। সেখানে তার সঙ্গীরা তাকে বেঁধে রেখেছিল। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে ক্রেন গাড়ির সহায়তায় তাকে উদ্ধার করা হয়। এ বিষয়ে খুলশী থানার ওসি মো. শাহীনুজ্জামান আজাদীকে বলেন, উদ্ধারকৃত যুবক একজন ভাসমান শ্রেণির। ফ্লাইওভারের পিলারের ফাঁকে বালিশ-কম্বল দিয়ে বাসার মতো করে ওই যুবকসহ আরও কয়েকজন থাকছিল। কোনো কারণে তাদের মধ্যে ঝগড়াঝাটি হয়েছিল। পরে বাকীরা সজীবকে হাত-পা বেঁধে সেখানে ফেলে রেখে চলে যায়। তিনি আরও বলেন, মূলত ভাসমান শ্রেণির একটি দল রয়েছে, যারা বিভিন্ন সময় ফ্লাইওভার ভিত্তিক অপরাধের ঘটনার সাথে জড়িত। সাধারণত বিভিন্ন পণ্যের গাড়ি থেকে রাতের আধারে তারা মালামাল চুরি করে। এরা সেখানে গামের নেশাও করে থাকে।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে আক্রান্ত ছাড়াল ২৬ হাজার