পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে লালখান বাজার পর্যন্ত একটি ফ্লাইওভার নির্মিত হয়েছে প্রায় ৩–৪ বছর। উক্ত ফ্লাইওভারের প্রায় ১০০–১৫০ ফুট পরপর পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে। ঐ পানি উপর থেকে পাইপ এর মাধ্যমে নিচের রাস্তার নেমে গড়িয়ে পড়ার ব্যবস্থা রয়েছে। এই পানি নিচের রাস্তার পাশে নর্দমার মাধ্যমে নিষ্কাশনের কথা থাকলেও নর্দমাগুলোর অস্থিত্ব না থাকায় নিচের রাস্তায় পানি জমে সল্টগোলা রেল ক্রসিং থেকে সি. ই, পি, জেড পর্যন্ত যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও দুর্ঘটনার সমূহ সম্ভাবনা বিদ্যমান।
তদুপরি চট্টগ্রাম ওয়াসার পানি সাপ্লাই এর নীতিমালী কী রকম বোধগম্য নয়। সল্টগোলা হতে সিমেন্ট ক্রসিং পর্যন্ত রাস্তার দুই পাশে ওয়াসার লাইন ছিদ হয়ে অহরহ পানি বের হয়ে– রাস্তায় গাড়ি চলাচলে বিঘ্ন ঘটছে কেননা– ঐ পানি বের হলেই রাস্তা গর্ত হয়ে যায়। সিটি কর্পোরেশন ঐ গর্ত ইটের খোয়া দ্বারা বন্ধ করলেও কিছুদিন পর আবার গর্ত হয়ে যায়। সংস্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এর একটি প্রতিকার চাই।
মোঃ সালাহ উদ্দিন
নিউমরিং, ইপিজেড,
চট্টগ্রাম।