নগরীর আখতারুজ্জামান ফ্লাইওভারে বাসের ধাক্কায় মোবারক হোসেন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ শনিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এতে মোটরসাইকেল চালক মিজানুর রহমান আহত হন। বাংলানিউজ
নিহত মোবারক হোসেন কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার বাটোয়ারা এলাকার ভূঁইয়া বাড়ির মৃত মঞ্জু মিয়ার ছেলে।
তার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল আমিন।
ঘটনাস্থল থেকে হাসপাতালে আনয়নকারী সিএনজিচালিত অটোরিকশা চালক শরিফ হোসেন বলেন, “লালখান বাজার থেকে বহদ্দারহাটের দিকে যাচ্ছিল মোটরসাইকেলটি। ফ্লাইওভারের উপর উঠার পর একটি বাস সেটিকে ধাক্কা দিলে মোরারক পড়ে গিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে মাথায় গুরুতর আঘাত পান। সেখান থেকে তাকে অটোরিকশায় করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নীরিক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। তবে মোটরসাইকেল চালক মিজান সামান্য আহত হয়েছেন।”