ফ্লাইওভারে ওঠার মুখে প্রাণ গেল শ্রমিকের

বড় গাড়ি ঠেকাতে প্রতিবন্ধকতা

আজাদী প্রতিবেদন | রবিবার , ৩ জানুয়ারি, ২০২১ at ৬:২৬ পূর্বাহ্ণ

নগরীর আখতারুজ্জামান ফ্লাইওভারের উচ্চতা প্রতিবন্ধকতায় প্রাণ গেল এক শ্রমিকের। আশঙ্কাজনক অবস্থায় আরো এক শ্রমিককে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার রাত ৯টার দিকে বায়েজিদের দিক থেকে ফ্লাইওভারে ওঠার পথে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, অক্সিজেন-বায়েজিদের দিক থেকে ফ্লাইওভারে ওঠার মুখে লোহার রড দিয়ে উপরের অংশে ব্যারিকেড দেয়া হয়েছে, যাতে বেশি উচ্চতার এবং বড় যানবাহন ফ্লাইওভারে উঠতে না পারে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মালামাল বোঝাই একটি পিকআপের ওপরে কয়েকজন শ্রমিক বসে ছিলেন। ফ্লাইওভারে ওঠার পথে উচ্চতা প্রতিবন্ধকতায় আটকে গিয়ে দুই শ্রমিক ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই শাহীন (২৫) নামে একজনের মৃত্যু হয়। জিকু (২২) নামের অপর একজনকে আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে নেয়া হয়। তাকে ২৮নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত নায়েক আমির।
সহকর্মীদের বরাতে পুলিশ জানায়, একেআই নামক একটি প্রতিষ্ঠান অঙিজেন এলাকায় ওয়াসার কাজ করছে। দিনের কাজ শেষে মালামাল বোঝাই করে এর ওপর শ্রমিকদের বসিয়ে পিকআপটি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম ঘিরে বড় সম্ভাবনা
পরবর্তী নিবন্ধ৫০ লাখ টিকার অগ্রিম ৬০০ কোটি টাকা আজ ভারতে পাঠাবে বাংলাদেশ