নগরীর বাকলিয়া থানাধীন রাহাত্তারপুল ফ্লাইওভারের নিচে ২০ বছর বয়সী এক তরুণীকে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকতে দেখে পথচারীরা। এরপর পুলিশের সহায়তায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। তার নাম উমি আকতার পেশায় গার্মেন্টকর্মী, তবে তার বাসা বহদ্দারহাট বলে নিশ্চিত করেছে পুলিশ।
বাকলিয়া থানার ওসি রাশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে আজাদীকে বলেন, রাত ১১টা ৫ মিনিটের দিকে চান্দগাঁও থানা পুলিশ আমাদের এ সংবাদ দেয়। স্থানীয়রা প্রথমে ভেবেছিল ঘটনা চান্দগাঁও থানার অধীন। তাই মেয়েটিকে সেখানে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে চান্দগাঁও থানায় নিয়ে যায়। চান্দগাঁও পুলিশ দ্রুত তাকে চমেক হাসপাতালের ২৮ নং ওয়ার্ডে ভর্তি করে। তার মাথায় ইনজুরি আছে। বর্তমানে সে ঘুমাচ্ছে। তাই প্রকৃত ঘটনা সম্পর্কে তার সাথে কথা বলা যায়নি। কথা বললে বুঝা যাবে তাকে গাড়ি থেকে কি ফেলে দেওয়া হযেছে নাকি সে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে। বিস্তারিত পরে জানানো যাবে।