প্রতি বছরের মত এবারও গত ২৩ মে টিআইসি মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল ফ্রোবেল প্লে স্কুলের আপার কে জি শ্রেণির ‘প্রি–স্কুল গ্র্যাজুয়েশন সেরেমনি–২০২৫’।
শিক্ষার্থীদের পদচারণা এবং অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে বর্ণিল হয়ে ওঠে পুরো মিলনায়তন। বিভিন্ন ধরনের নাচ, গান ও নাটিকার সম্মিলনে সাজানো হয়েছিল সম্পূর্ণ অনুষ্ঠানটি। শুরুতে জাতীয় সংগীত পরিবেশন পরবর্তী স্কুলের শিক্ষার্থীরা পবিত্র কোরআন তিলাওয়াত করে। এরপর গাজায় নিহত শিশুদের আত্মার মাগফেরাত কামনা করে ১ মিনিট নীরবতা পালন করা হয়। স্বাগত বক্তব্যে স্কুল প্রিন্সিপাল হাওড়া (তেহসিন) জোহাইর বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে তাদের সুন্দর, উজ্জ্বল ও আলোকিত পথে চলার আহ্বান জানান।
অনুষ্ঠানে ২০, ১০ ও ৫ বছরের বেশী সময় ধরে স্কুলের সাথে সম্পৃক্ত থাকা ১১ জন শিক্ষিকা, প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে দলীয় নৃত্য, নাটিকা (লিটল হেন), বাংলা গীতিনাট্য ও ইংরেজি ছড়া গান এবং উই স্যাল ওভারকাম মঞ্চস্থ হয়। শেষে শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদানের মাধ্যমে সমাপ্তি ঘটে ফ্রোবেল প্লে স্কুলের গ্র্যাজুয়েশন সেরেমনি–২০২৫ এর। প্রেস বিজ্ঞপ্তি