ফ্রোবেল প্লে স্কুলের প্রি-স্কুল গ্রেজুয়েশান সেরামনি

| মঙ্গলবার , ৩০ মে, ২০২৩ at ৬:১৩ পূর্বাহ্ণ

প্রত্যেক বছর ফ্রোবেল খুব আড়ম্বরভাবে বার্ষিক অনুষ্ঠান করে থাকে। তারই ফলশ্রুতিতে গত ২৭ মে টি. আই. সি. মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল ফ্রোবেল প্লে স্কুলের আপার কে. জি. শ্রেণির প্রিস্কুল গ্রেজুয়েশান সেরামনি ২০২৩।

খুদে শিক্ষার্থীদের পদচারণা এবং অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো মিলনায়তন। পুরো অনুষ্ঠানটি বিভিন্ন ধরনের নাচ, গান ও নাটিকার মাধ্যমে সাজানো ছিল।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন পরবর্তী স্কুলের শিক্ষার্থীরা পবিত্র কুরআন তিলাওয়াত করে। এরপর স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রিন্সিপাল মিসেস হাওড়া (তেহসিন) জোহাইর। তিনি বিদায়ী শিক্ষার্থীদের সুন্দর, উজ্জ্বল ও আলোকিত পথে চলার আহ্বান জানান। এছাড়া তিনি ঢাকায় ফ্রোবেল প্লে স্কুলের নতুন শাখা উদ্বোধনের ঘোষণা দেন। পরবর্তীতে যথাμমে ১৫, ১০ ও ৫ বছরের বেশী সময় ধরে স্কুলের সাথে সম্পৃক্ত থাকা ৮ জন শিক্ষিকাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। বাংলা ও ইংরেজি দলীয় নৃত্য, নাটিকা (স্লিপিং বিউটি), বাংলা ও ইংরেজি ছড়া গান, এবং উই স্যাল ওভারকাম মঞ্চস্থ হয়। এরপর শিক্ষার্থীদের মাঝে μস্েট ও সার্টিফিকেট প্রদানের মাধ্যমে সমাপ্তি ঘটে ফ্রোবেল প্লে স্কুলের গ্রেজুয়েশান সেরামনি ২০২৩ এর। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহত্যার হুমকি দিয়ে শেখ হাসিনাকে দমানো যাবে না
পরবর্তী নিবন্ধজঁ -লুক গোদার রেট্রোসপেকটিভ