হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস ব্যতিক্রমীভাবে পালন করেছে ফ্রোবেল একাডেমীর শিক্ষার্থীরা। গতকাল সকালে তারা চান্দগাঁও, এ ব্লকে একটি শিশু-বান্ধব জেব্রা ক্রসিং ডিজাইন ও পেইন্ট করেছে; যা চট্টগ্রামের একটি প্রোসিএইচ প্রকল্প। শিশু দিবস উপলক্ষে চট্টগ্রামকে জেব্রা ক্রসিং উপহার দেওয়ার মাধ্যমে শিশুরা শিখেছে যে, প্রাণপ্রিয় এ নগরীকে সুন্দর ও যুগোপযোগী করে গড়ে তোলার জন্য তাদেরও ভূমিকা রাখতে হবে। তবেই তারা এ দেশের গর্বিত নাগরিক হিসেবে নিজেকে প্রমাণ করতে পারবে।
ফ্রোবেল একাডেমি স্কুলের প্রধান নুসরাত খান এ প্রসঙ্গে বলেন, ফ্রোবেল একাডেমির গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া হলো অল্প বয়স থেকেই শিক্ষার্থীদের মধ্যে নাগরিক দায়িত্ব জাগ্রত করা। ফ্রোবেল একাডেমি প্রথম শ্রেণির পর থেকে শিশুদের সেবা করে। এটি মূলধারার প্রাঙ্গণে ডাউন সিনড্রোম, অটিজম ইত্যাদির মতো বিশেষ চাহিদাযুক্ত শিশুদেরও একীভূত করে।
এ সময় ফ্রোবেল একাডেমির পরিচালক সাবিন আমির, চান্দগাঁও সিডিএ আবাসিক এলাকা এ-ব্লকের সভাপতি ও সাধারণ সম্পাদক, বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীবৃন্দসহ এলাকার বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ফ্রোবেল একাডেমি স্কুলের প্রধান নুসরাত খান আরও বলেন, ফ্রোবেল একাডেমি চট্টগ্রাম শহরে অবস্থিত ক্যামব্রিজ এবং এসটিইএম সনদপ্রাপ্ত একটি স্বনামধন্য ইংরেজি মাধ্যম স্কুল। আধুনিক শিক্ষা-সহায়ক প্রযুক্তি ও শিক্ষাবান্ধব সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে স্কুলটি সম্প্রতি নগরীর অনন্যা আবাসিক এলাকায় স্থায়ী ক্যাম্পাসে গড়ে উঠেছে। ফ্রোবেল একাডেমি চট্টগ্রামের প্রথম স্কুল; যেটি ‘মেকারস্পেস’ নামক একটি ব্যাতিক্রমধর্মী শিক্ষা পদ্ধতির সূচনা করেছে। এই পদ্ধতিতে শিক্ষার্থীরা ব্যবহারিক কর্মশালার মাধ্যমে দলবদ্ধভাবে পরস্পরের সহযোগিতায় বিভিন্ন বিষয় শেখে; যা তাদের উদ্ভাবনী শক্তি এবং সৃজনশীলতার বিকাশ ঘটায়। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের যুগোপযোগী বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিতে (এসটিইএম) দক্ষতা বৃদ্ধিতে শিক্ষকদের সহায়তা করে ‘মেকারস্পেস’। শিক্ষা ব্যবস্থায় ফ্রোবেল একাডেমির ব্যতিক্রমধর্মী নানা উদ্যোগের মাধ্যমে শিশুদের ব্যক্তিত্ব বিকাশ, চিন্তা পদ্ধতির উন্নয়ন, সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা, সময়ানুবর্তিতা, শিক্ষার পাশাপাশি গণিত, বিজ্ঞান, ইংরেজি, বাংলা, আইসিটি, ধর্মীয় শিক্ষা এবং ভূগোলের মতো ক্যামব্রিজ অনুমোদিত সকল প্রাথমিক বিষয়গুলোর সঠিক ও ব্যবহারিক পাঠদান নিশ্চিত করছে।











