ফ্রোবেল একাডেমীতে ইনার হুইল ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি

| বৃহস্পতিবার , ১৪ আগস্ট, ২০২৫ at ১২:০৫ অপরাহ্ণ

ইনার হুইল ক্লাব অব গ্রীণ হিলস চিটাগাং ও ইনার হুইল ক্লাব অব আগ্রাবাদের যৌথ উদ্যোগে গতকাল বুধবার ফ্রোবেল একাডেমী স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।স্কুল শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে নিয়ে চারশো পরিবেশ বান্ধব ও নগর শোভাবর্ধক ৪০০০ গাছের চারা রোপণের কর্মসূচি পালিত হয়। ক্লাব প্রেসিডেন্টগণ, মেম্বার্স, ফ্রোবেল একাডেমী স্কুল কর্তৃপক্ষ, শিক্ষক ও শিক্ষার্থী সহ সকলে উৎসবমুখর পরিবেশে গাছের চারা রোপণ করেন। এতে উপস্থিত ছিলেন আই ডাব্লিউ সি অফ গ্রীন হিলস্‌ চিটাগাং এর প্রেসিডেন্ট আমিন ফারজানা শাম্মী, সেক্রেটারি আফরোজা ইয়াসমিনসহ ক্লাব সদস্যগণ এবং আই ডাব্লিউ সি অফ আগ্রাবাদের পক্ষে ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট নাসরিন নাহার রুনা ও ক্লাব সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য,ইনার হুইল ক্লাব অব গ্রীণ হিলস চিটাগাং সমাজের দুস্থ, অবহেলিত নারীদের শিক্ষা, স্বাস্থ্য, কিশোরকিশোরীদের বয়:সন্ধি স্বাস্থ্য, পরিবেশ ও সুবিধাবঞ্চিতদের আবাসন ওপর বিভিন্ন প্রকল্পের কাজ পরিচালনা করছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্ন অপরাধে ৩২ হাজার ৫০০ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধসমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য ইডিইউ ভিসির অস্ট্রেলিয়া সফর