ফ্রেন্ডস ক্লাব বিজয় দিবস কারাতে প্রতিযোগিতা সম্পন্ন

| বুধবার , ২২ ডিসেম্বর, ২০২১ at ১০:৫৫ পূর্বাহ্ণ

মুজিব শতবর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে হোনকে সোতোকান কারাতে-দো এসোসিয়েশন আয়োজিত ফ্রেন্ডস ক্লাব বিজয় দিবস কারাতে প্রতিযোগিতা গত ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার আসকারদীঘির পাড়স্থ ফ্রেন্ডস ক্লাবে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় ২৫টি ক্যাটাগরিতে প্রায় দেড় শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। আর এই প্রতিযোগিতায় ম্যাচ অফিসিয়ালের দায়িত্বে ছিলেন ৩০ জন। প্রতিযোগিতার পরিচালকের দায়িত্বে ছিলেন এশিয়ান কারাতে ফেডারেশনের লাইসেন্সপ্রাপ্ত জাজ শিহান রতন তালুকদার। প্রতিযোগিতায় জাজের দায়িত্বে ছিলেন একেএফ জাজ সেন্সি মারিয়া চক্রবর্তী, সেন্সি সোনামণি চাকমা, সেন্সি শ্যামল বণিক, সেন্সি সোমেন চক্রবর্তী, সেন্সি আব্দুল হান্নান কাজল সহ আরো অনেকে। প্রতিযোগিতার প্রযুক্তিগত পরিচালকের দায়িত্বে ছিলেন তীর্থ তালুকদার।

পূর্ববর্তী নিবন্ধরাগবি রেফারিজ ও প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্স সমাপ্ত
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক ক্রীড়া সমাপ্ত