ফ্রেন্ডস ক্লাব ও কিষোয়ান স্পোর্টসের শুভসূচনা

সিডিএফএ কিশোর ফুটবল লিগ

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ২৫ জুলাই, ২০২২ at ৪:৩৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত এলিট পেইন্ট রাবেয়া সিরাজ কিশোর (অনূর্ধ্ব-১৫) ফুটবল লিগে গ্রুপ পর্যায়ে ফ্রেন্ডস ক্লাব এবং কিষোয়ান স্পোর্টস শুভসূচনা করেছে। গতকাল রোববার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘বি’ গ্রুপে দিনের প্রথম খেলায় ফ্রেন্ডস ক্লাব ৫-০ গোলে মির্জাপুর খেলোয়াড় কল্যাণ সমিতিকে পরাজিত করে। খেলার প্রথমার্ধে বিজয়ী দল এক গোলে এগিয়েছিল। তবে মির্জাপুর খেলোয়াড় কল্যাণ সমিতির জাহিদ হোসেনের আত্মঘাতী গোলের কারণেই ফ্রেন্ডস ক্লাব ১-০ গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে ফ্রেন্ডস ক্লাব অনেকটা একচেটিয়া খেলে এবং একের পর এক গোল করতে থাকে। এ অর্ধের ১৬ মিনিটে পেনাল্টি লাভ করে ফ্রেন্ডস। বক্সে মির্জাপুরের এক খেলোয়াড় ফাউল করলে রেফারী পেনাল্টির বাঁশী বাজান। তা থেকে দলের পিওন দাস গোল করলে ২-০ গোলে এগিয়ে থাকে ফ্রেন্ডস ক্লাব। এ গোলের পর মির্জাপুরের তুলনামূলক কম বয়স্ক ফুটবলাররা দুয়েকটা আক্রমন পরিচালনা করে ফ্রেন্ডস গোলমুখে। যদিও তা থেকে গোল আদায় করতে পারেনি তারা। ২৩ মিনিটে বঙের মুখে বল পেয়ে বল জালে দেন ফ্রেন্ডস ক্লাবের মো. সাফি (৩-০)। অব্যাহত আক্রমনে থাকা ফ্রেন্ডস ৩০ মিনিটে আবারো গোল পায়। মো. শিহাব সতীর্থ খেলোয়াড় হতে বল পেয়ে গোল করেন (৪-০)। দু’মিনিট বাদে মো. সাফি নিজের দ্বিতীয় গোল করলে ফ্রেন্ডস ক্লাব ৫-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।
একই গ্রুপে দিনের দ্বিতীয় খেলায় কিষোয়ান স্পোর্টস ৪-১ গোলে বাংলাদেশ রেলওয়ে এস এ কে হারিয়ে নিজেদের প্রথম খেলাতেই জয় অর্জন করে নেয়। বৃষ্টি ভেজা মাঠে বিজয়ী কিষোয়ান খেরার প্রথমার্ধে ১-০ গোলে এগিয়েছিল। খেলার শুরু থেকে তারাই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে। কিন্তু যোগ্য ফিনিশিংয়ের অভাবে তারা খেলার প্রথমার্ধে একটির বেশি গোল করতে পারেনি। অনেকগুলো সুযোগ নষ্ট করে কিষোয়ান এ অর্ধের ৩৪ মিনিটে প্রথম এগিয়ে যেতে সমর্থ হয়। আক্রমন উঠা কিষোয়ানের সাফাতুর রহমান বাম পায়ের শটে গোল করেন (১-০)। এক গোলে এগিয়ে থাকা কিষোয়ান দ্বিতীয়ার্ধের শুরুতেও আক্রমনে যায়। তবে রেলওয়ে কিপারকে একা পেয়েও শরীফউদ্দিন গোল করতে ব্যর্থ হন। এরপর ১৮ মিনিটে রেলওয়ে খেলায় সমতা আনে। বাম প্রান্তে পাওয়া ফ্রি কিক থেকে রিফাতুল ইসলাম সাকিব সরাসরি বল জালে দেন (১-১)। অবশ্য এ সমতা বেশিক্ষণ স্থায়ী হয়নি। তিন মিনিট বাদে আবার এগিয়ে যায় কিষোয়ান। রেলওয়ে কিপারের দুর্বল গোলকিক প্রতিপক্ষের পায়ে যায়। সেখান থেকে বল আসে সাফাতুরের কাছে। সাফাতুর ডান পায়ের শটে নিজের দ্বিতীয় গোল করলে কিষোয়ান ২-১ গোলে এগিয়ে যায়। ৩০ মিনিটে হেডে গোল করেন দলের আকবর বাদশা (৩-১)। কিষোয়ানের শেষ গোলটি আসে অতিরিক্ত সময়ে। বদলী মো. আসিফ করেন এ গোলটি (৪-১)।
আজ সোমবার কিশোর ফুটবল লিগে ‘এ’ গ্রুপের দুটি খেলা অনুষ্ঠিত হবে। প্রথম খেলায় বিকাল ২.৩০টায় মাদারবাড়ী শোভনীয়া ক্লাব খেলবে কল্লোল সংঘ গ্রীণের সাথে। দ্বিতীয় খেলা বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। চান্দগাঁও স্পোর্টিং ক্লাব মুখোমুখি হবে আব্দুল সোবাহান ফুটবলের দলের সাথে। এ দুটি খেলাই এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।