চট্টগ্রাম প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ প্রায় শেষের দিকে। এরই মধ্যে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ নির্ধারিত হয়ে গেছে। তবে রেলিগেশন পর্ব এখনো উত্তেজনা ছড়াচ্ছে। এরই মধ্যে গতকাল আনুষ্ঠানিকতার এক ম্যাচে ফ্রেন্ডস ক্লাবকে ৩৪ রানে হারিয়েছে রাইজিং স্টার ক্রাব। দু দলই তাদের প্রিমিয়ারে থাকা নিশ্চিত করে ফেলেছে আগেই। তবে গতকাল এই দুই দলের ম্যাচে আলো ছড়িয়েছেন ফ্রেন্ডস ক্লাবের পেসার হাসান মুরাদ মুন্না। এবারের লিগে প্রথম হ্যাটট্রিক করলেন এই তরুন পেসার। তবে তার দল হেরেছে ম্যাচটিতে। ফ্রেন্ডস ক্লাবের হয়ে ব্যাট হাতে হাফ সেঞ্চুরি করেছেন ব্যাটার আকিব আলিও। কিন্তু দিন শেষে তারা পরাজিতদের দলে। এম এ আজিজ স্টেডিয়ামে সকালে টসে জিতে ব্যাট করতে নামে রাইজিং স্টার ক্লাব। দুই ওপেনার ৩০ রান করে বিচ্ছিন্ন হন। ৮ রান করে ফিরেন শুভ দাশ। দ্বিতীয় উইকেটে তারেক এবং মুনতাসির মিলে ৪৯ রান যোগ করেন। ৪৪ রান করে ফিরেন তারেক। তৃতীয় উইকেটে মুনতাসির এবং রিফাত মিলে যোগ করেন আরো ৫৪ রান। ৪১ রান করে ফিরেন মুনতাসির। এ দুজন হাফ সেঞ্চুরি তুলে নিতে না পারলেও ঠিকই নিজের হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন রিফাত। ৬০ বলে ৫৭ রান করে ফিরেন রিফাত। অধিনায়ক রেজাউল করিম ২ রান করে ফিরলেও পঞ্চম উইকেটে আলভি এবং সজিবুল আলম মিলে যোগ করেন আরো ৪৮ রান। ৪৬ তম ওভারের দ্বিতীয় বলে ৩০ রান করা আলভীকে ফিরিয়ে এজুটি ভাঙ্গেন হাসান মুরাদ মুন্না। এই ওভারের পরের দুই বলে ইয়াছিন আরাফাত এবং নাজিমুল কবির সম্রাটকে ফিরিয়ে লিগের প্রথম হ্যাটট্রিক তুলে নেন মুন্না। তবে রাইজিং স্টার যে শেষ পর্যন্ত ২৪৭ রানে যেতে পেরেছে সেটা সজিবুল আলমের ঝড়ো ব্যাটিংয়ে। ৩০ বলে ৩টি চার আর ৩টি ছক্কায় ৪৪ রান করেন সজিবুল। ফ্রেন্ডস ক্লাবের পক্ষে হাসান মুরাদ মুন্না ৩২ রানে হ্যাটট্রিক সহ নিয়েছেন ৫ উইকেট। ২টি উইকেট নিয়েছেন শিপন। জবাবে ব্যাট করতে নামা ফ্রেন্ডস ক্লাব দারুন শুরু করেছিল সৌরভের ব্যাটে। দুই ওপেনার ৯৯ রান তুলে নেন মত্রি ১২.১ ওভারে। ৩৭ বলে ৭টি চার এবং ৩টি ছক্কার সাহায্যে ৬৩ রান করে ফিরেন সৌরভ। তিন রান পর ফিরেন আরেক ওপেনার ৩২ রান করা ফারদিন খান। এরপর চার নম্বরে ব্যাট করতে নেমে আকিব আলি একপ্রান্ত আগলে রেখে লড়াই করে গেলেও অপর প্রান্তে তাকে কেউ সঙ্গ দিতে পারেনি। রাইজিং স্টার ক্লাবের বোলারদের নিয়ন্ত্রিত বোলিং এর সুবাধে শেষ পর্যন্ত ২১৩ রানে অল আউট হয় ফ্রেন্ডস ক্লাব। একপ্রান্ত আগলে রাকা আকিব আলি ৫৫ রান করে ফিরেন দলকে ২০৫ রানে পৌছে দিয়ে নবম উইকেট হিসেবে। তবে পরের ব্যাটাররা আর বেশিক্ষণ টিকতে পারেনি। শেষ দিকে অয়ন ১৬ এবং ওসমান করেন ১৪ রান। রাইজিং স্টার ক্লাবের পক্ষে ৩টি করে উইকেট নিয়েছেন প্রিয়ন্ত বড়ুয়া এবং আবদুর রহমান। আজকের ম্যাচে পাইরেটস অব চিটাগাং এবং সিটি কর্পোরেশন একাদশ পরস্পরের মোকাবেলা করবে। খেলাটি শুরু হবে সকাল ৯টায়।