ফ্রেন্ডস্ ক্লাব কারাতে একাডেমির ডিসেম্বর–২০২২ সেশনের কিউ বেল্ট প্রদান অনুষ্ঠান গত শুক্রবার ফ্রেন্ডস ক্লাবে অনুষ্ঠিত হয়। এবারের সেশনে রেকর্ড ৪৭০ জনেরও অধিক প্রশিক্ষণার্থী কিউ গ্রেডিং ও পারফরম্যান্স ইভালুয়েশন পরীক্ষায় অংশগ্রহণ করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এশিয়ান কারাতে ফেডারেশনের লাইসেন্সড জাজ ও ফ্রেন্ডস ক্লাব কারাতে একাডেমির প্রধান প্রশিক্ষক শিহান রতন তালুকদার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন হোনকে সোতোকান কারাতে–দো এসোসিয়েশনের প্রযুক্তিগত পরিচালক সেন্সি তীর্থ তালুকদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রেন্ডস ক্লাব কারাতে একাডেমির সিনিয়র প্রশিক্ষক সেন্সি সোনামনি চাকমা, সহকারী প্রশিক্ষক ফকরুল আহমেদ রবি, মোহাম্মদ আজাদ, কামরুল ইসলাম চৌধুরী, জাওয়াদ জমির চৌধুরী প্রমুখ।












