ফ্রেন্ডস,রাইজিং স্টারের জয়

সিসিএস ক্লাব কাপ টি-২০ ক্রিকেট

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ৩১ জানুয়ারি, ২০২৬ at ৫:৩৫ পূর্বাহ্ণ

সিজেকেএস ক্লাব সমিতি আয়োজিত সিসিএস ক্লাব কাপ টি২০ ক্রিকেট টুর্নামেন্টে ফ্রেন্ডন্স ক্লাব এবং রাইজিং স্টার ক্লাব নিজ নিজ খেলায় জিতেছে। গতকাল শুক্রবার দিনের ১ম খেলায় ফ্রেন্ডন্স ক্লাব ৯ রানে শহীদ শাহজাহান সংঘকে পরাজিত করে। তিন খেলায় এটি ফ্রেন্ডস ক্লাবের প্রথম জয়। অন্যদিকে শাহজাহান সংঘের এটি টানা দ্বিতীয় পরাজয়। গতকাল টসে জিতে শাহজাহান সংঘ প্রথমে ফ্রেন্ডস ক্লাবকে ব্যাট করতে পাঠায়। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে হারা ১৩২ রান সংগ্রহ করে। অধিনায়ক ফারদিন খাঁন ৩৮ বলে ৫২ রান করেন। এছাড়া রুবায়েত খান ৩১ এবং তানসিফ ২৬ রান করেন। শাহজাহান সংঘের রুবেল এবং মাজহারুল ৩টি করে উইকেট নেন। জবাবে শহীদ শাহজাহান সংঘ ২০ ওভার খেলে ৮ উইকেটে ১২৩ রান করে। প্লেয়ার অব দ্যা ম্যাচ নির্বাচিত হন ফ্রেন্ডন্স ক্লাবের ফারদিন খাঁন। তার হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর এস এম ইকবাল মোর্শেদ ও আবু জাহেদ। দিনের ২য় খেলায় রাইজিং স্টার ক্লাব ২৭ রানে রাইজিং স্টার জুনিয়রকে পরাজিত করে। রাইজিং স্টার তিন খেলার তিনটিতেই জয়লাভ করেছে। অন্যদিকে রাইজিং জুনিয়রের এটি প্রথম পরাজয়। তারা দুটি খেলায় অংশ নিয়েছে। এদিন টসে জিতে রাইজিং স্টার ক্লাব প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৪৫ রান সংগ্রহ করে। তলের আসাদুর রহমান ৩৩ বলে সর্বোচ্চ ৪৫ রান করেন। এছাড়া তারেক রহমান ৩৪ রান করেন। জবাবে রাইজিং ষ্টার জুনিয়র ২০ ওভার খেলে ৯ উইকেটে ১১৮ রান করে। এতে প্লেয়ার অব দ্যা ম্যাচ নির্বাচিত হন রাইজিং স্টার ক্লাবের খেলোয়াড় আসাদুর রহমান। তার হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর সাইফুল্লাহ চৌধুরী ও সোহেল আহমেদ। আজ টুর্নামেন্টের কোন খেলা নেই।

পূর্ববর্তী নিবন্ধপ্রফেসর শায়েস্তা খান মেমোরিয়াল টি-টোয়েন্টি স্কুল ক্রিকেট লিগ আজ শুরু
পরবর্তী নিবন্ধচান্দগাঁওয়ে এমপি প্রার্থী নুরুল আলমের পথসভা