ফ্রেন্ডসকে হারিয়ে মুক্তিযোদ্ধার শুভ সূচনা

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ২৬ জানুয়ারি, ২০২৩ at ৯:২০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে শুভ সূচনা করেছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র (লাল)। গতকাল এম এ আজিজ স্টেডিামে অনুষ্ঠিত নিজেদের প্রথম ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র (লাল) ৪ উইকেটে পরাজিত করে ফ্রেন্ডস ক্লাবকে। ম্যাচে ব্যাটে এবং বলে দারুণ নৈপুন্য দেখিয়েছে মুক্তিযোদ্ধা সংসদের ক্রিকেটাররা। প্রথমে বল হাতে প্রতিপক্ষকে স্বল্প রানে বেঁধে ফেলার পর ব্যাট হাতে বাকিরা নির্বিঘ্নে পাড়ি দিয়েছে সে লক্ষ্য। ফলে দারুণ জয়ে লিগ শুরু করল মুক্তিযোদ্ধা।

সকালে টসে জিতে প্রতিপক্ষ ফ্রেন্ডস ক্লাবকে ব্যাট করার আমন্ত্রন জানায় মুক্তিযোদ্ধার অধিনায়ক। দলের বোলাররা অধিনায়কের সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করে। ২ রানেই প্রথম উইকেট তুলে নেন রাশেদুল বারি। ১৪ রানে অপর ওপেনারকেও ফেরান এই পেসার। এরপর রানের চাকা দ্রুত ঘুরাতে পারেনি ফ্রেন্ডস ক্লাবের ব্যাটাররা। তৃতীয় উইকেটে ৩২ রান যোগ করেন মাহফিজ এবং আইচ মোল্লা। ৭১ রানের মাথায় ফিরেন দুজনই। এরপর শরীফুল এবং রায়হান দুজনই চেষ্টা করেছিলেন দলের রানকে এগিয়ে নিয়ে যাওয়ার। ৫৭ রান যোগ করেছিলেন দুজন। দুজনই ফিরেন রান আউট হয়ে। এরপর বাকিরা আর দলের স্কোরকে বড় করতে পারেনি। ফলে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ১৮১ রান সংগ্রহ করে ফ্রেন্ডস ক্লাব। দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন শরীফুল। এছাড়া রায়হান ৩২, আইচ মোল্লা ২৭, মাহফিজুল ২১, সুজন দাশ ১৯, মাজহারুল ১০ এবং আসাদুজ্জামান করেন ১৩ রান। মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন রাশেদুল এবং রাজিবুল। একটি করে উইকেট নিয়েছেন সাইফুল এবং জাওয়াদ।

১৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ঝড়ের বেগে ব্যাট করছিলেন মুক্তিযোদ্ধার দুই ওপেনার। ৪৭ রানে ভাঙ্গে এ জুটি। ফিরেন ১৮ রান করা জসিম। এরপর আনিসুল ফিরেন ৩০ বলে ৪৩ রান করে। ৭৩ রানের মাথায় দুই ওপেনার ফিরে আসার পর ৮৮ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে মুক্তিযোদ্ধা সংসদ। তবে জাওয়াদ এবং রিফাত মিলে ৭৫ রানের দারুণ জুটি গড়ে দলকে জয়ের দিকে নিয়ে যান। ৪২ রান করে ফিরেন জাওয়াদ। শেষ পর্যন্ত ৩৬.৩ ওভারে ৪ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে ফিরেন রিফাত। ৪৩ রান করে অপরাজিত থাকেন তিনি। ফ্রেন্ডস ক্লাবের পক্ষে সাদ্দাম নিয়েছেন ২০ রানে ৩ উইকেট। ২টি উইকেট নিয়েছেন রায়হান রাফসান। একটি উইকেট নিয়েছেন মাজহার।

আজ লিগের একটি মাত্র ম্যাচ অনুষ্ঠিত হবে। সে ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন এবং সিটি কর্পোরেশন একাদশ পরষ্পরের মোকাবেলা করবে।

পূর্ববর্তী নিবন্ধনাইক্ষ্যংছড়িতে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু
পরবর্তী নিবন্ধআওয়ামী পরিবার চট্টগ্রাম জেলার আলোচনা সভা