ফ্রি খাবার না দেয়ায় বাবুর্চিকে ছাত্রলীগের মারধর

চবি প্রতিনিধি | বুধবার , ৯ মার্চ, ২০২২ at ৬:৫৯ পূর্বাহ্ণ

ফ্রি খাবার না দেওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের ডাইনিংয়ের কর্মচারী আবুল হাসেম বাবুর্চিকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রলীগের তিন কর্মীর বিরুদ্ধে। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অভিযুক্তরা শাখা ছাত্রলীগের উপ-গ্রুপ বিজয়ের কর্মী বলে জানা যায়। গতকাল মঙ্গলবার দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের ডাইনিংয়ে এ ঘটনা ঘটে। মারধরের শিকার আবুল হাসেম চবি কর্মচারী ইউনিয়নের সদস্য। মারধরের অভিযুক্তরা হলেন, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী মোখলেছ, ইংরেজি বিভাগের ২০১২-১৩ সেশনের সাদ্দাম হোসেন ও লোকপ্রশাসন বিভাগের একই সেশনের শিক্ষার্থী মোরশেদ।
জানা যায়, অভিযুক্ত তিনজন দর্শন বিভাগের র‌্যাগ ডে অনুষ্ঠানের জন্য খাবার রান্না করা হয় সোহরাওয়ার্দী হলে। সেখান থেকে ফ্রিতে তিনটি প্যাকেট নিতে চান অভিযুক্ত তিন কর্মী। এসময় বাবুর্চি হাসেম তাদের খাবার দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা ১ হাজার টাকা দিতে বলেন। এসময় টাকা না দেয়াতে মারধর করা হয় বাবুর্চি হাসেমকে। মারধরের আঘাতে পেট ও মাথা থেকে রক্তক্ষরণ হয়।
কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আলী হোসেন আজাদীকে বলেন, আমি শোনার পর তাকে দেখতে গিয়েছি। কয়েক জায়গায় রক্ত বের হয়েছে। সে লিখিত অভিযোগ দিলে আমরাও সেটা প্রশাসনকে জানাবো।
বিজয় গ্রুপের নেতা মোহাম্মদ ইলিয়াস বলেন, আমি তাদেরকে চিনি না। তারা অপরাধ করে থাকলে তারা অপরাধী। আর সেই অপরাধের শাস্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন নিশ্চিত করবে। ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রশাসনকে অনুরোধ করেছি। প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র সোহরাওয়ার্দী হলের বাবুর্চিকে মারধর করেছে। আমরা দ্রুতই তাদের চিহ্নিত করব। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধসর্দারকে না জানিয়ে বিয়ে করায় এক বছর পর জরিমানা
পরবর্তী নিবন্ধনিদ্রাহীনতা থেকে কবিতা, কবিতার কারুকাজ