ফ্রিল্যান্সিং কোর্স উদ্বোধন

| সোমবার , ১২ জুন, ২০২৩ at ৫:৪০ পূর্বাহ্ণ

বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ বোর্ড চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ফ্রিল্যান্সিং কোর্স শুরু হয়েছে। গত শনিবার নগরীর আগ্রাবাদে বোর্ডের মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক ও সরকারের সচিব মু. মোহসিন চৌধুরী। তিনি বলেন, বর্তমান সরকার নারীবান্ধব সরকার। নারীদের কর্মমুখী ও স্বাবলম্বী করতে বিভিন্ন ধরনের প্রশিক্ষণসহ নানা প্রকল্প গ্রহণ করেছে; যার কারণে মহিলারা নিজের পায়ে দাঁড়াতে পারছে। চাকরির পেছনে না দৌড়ে উদ্যোক্তা হওয়ার পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম সরকারি কর্মচারী কল্যাণ বোর্ডের বিভাগীয় পরিচালক নবাব আসলাম হাবিব, চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. প্রকাশ কান্তি চৌধুরী (যুগ্ম সচিব) প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহুমায়ন কবির
পরবর্তী নিবন্ধগাউসিয়া কমিটি মানবতার কল্যাণে নিবেদিত প্রাণ