নগরীর ইপিজেড থানাধীন ফ্রিপোর্ট এলাকায় দুই পক্ষের মারামারিতে দুইজন ছুরিকাঘাতে আহত হয়েছেন। গতকাল রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে সুমন(৩৬) নামের একজনকে মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত অন্যজন ইপিজেড থানায় অবস্থান করছেন বলে জানিয়েছেন থানার ডিউটি অফিসার। আহত সুমন ওইএলাকার আবদুল মান্নানের ছেলে।
চমেক হাসপাতাল পুুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক দৈনিক আজাদীকে বলেন, ‘রাত ১০টার দিকে ইপিজেড এলাকা থেকে মারামারিতে ছুরিকাহত সুমন নামের একজনকে হাসপাতালে আনা হয়েছে। তাকে ২৭নং ওয়ার্ডে পাঠানো হয়েছে।’
ইপিজেড থানার ওসি কবিরুল ইসলাম জানান, ‘ফ্রিপোর্ট এলাকায় একটি মারামারির ঘটনা ঘটেছে। এতে দুইজন ছুরিকাহত হয়েছে। তাদের একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’