নগরীর কাজীর দেউড়ি মোড় এলাকার হোটেল জামান রেস্টুরেন্ট অ্যান্ড বিরিয়ানি হাউসকে অনিয়মের দায়ে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম। গতকাল চলা এ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের উপ–পরিচালক ফয়েজ উল্যাহ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, রানা দেবনাথ ও মাহমুদা আক্তার।
উপ–পরিচালক ফয়েজ উল্যাহ জানান, রান্না করা, বাসি, ফাঙ্গাস যুক্ত মাংস বিক্রির উদ্দেশ্যে ফ্রিজে সংরক্ষণ করা এবং অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণের দায়ে কাজীর দেউরি মোড় এলাকার হোটেল জামান রেস্টুরেন্ট অ্যান্ড বিরিয়ানি হাউসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে ইকরা মেডিসিন সেন্টারে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ এবং মোড়ক বিধি লঙ্ঘন করায় ২০ হাজার টাকা, কিচেন রেস্টুরেন্টে রান্না করা বাসি খাবার বিক্রির উদ্দেশ্যে ফ্রিজে সংরক্ষণ এবং অননুমোদিত রং এবং কেমিক্যাল ব্যবহার করে খাবার তৈরি করায় ১০ হাজার টাকা এবং হোটেল লায়লার খাবারে অননুমোদিত কেমিক্যাল ব্যবহার করায় ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।