ফ্রান্স দলে ফিরলেন এমবাপে

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ১৪ মার্চ, ২০২৫ at ৬:৪৩ পূর্বাহ্ণ

ছয় মাসের বেশি সময় পর ফ্রান্স দলে ফিরেছেন রেয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপে। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন পিএসজির তরুণ স্ট্রাইকার দিজিরে দুয়ে। এই দুজনকে নিয়ে ক্রোয়েশিয়ার বিপক্ষে নেশন্স লিগের দুই লেগের কোয়ার্টারফাইনালের জন্য বৃহস্পতিবার দল ঘোষণা করেন ফ্রান্স কোচ দিদিয়ে দেশম। গত অক্টোবর ও নভেম্বরে পরপর দুবার নেশন্স লিগে এমবাপেকে দলে ডাকেননি কোচ। বিষয়টি তখন অনেক আলোচনারও জন্ম দিয়েছিল। ফ্রান্স জাতীয় দলের হয়ে এরই মধ্যে ৮৬ ম্যাচ খেলে ফেলেছেন এমবাপে। তারুণ্যেই পেয়ে গেছেন বিশ্বকাপ জয়ের স্বাদ। ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতার তালিকায় এখন তিনে আছেন তিনি (৪৮)। এমবাপেসহ রিয়াল মাদ্রিদের তিন খেলোয়াড় ডাক পেয়েছেন ফ্রান্স দলে। অন্য দুজন মিডফিল্ডার অহেলিয়া চুয়ামেনি ও এদুয়ার্দো কামাভিঙ্গা। চোটের কারণে সবশেষ স্কোয়াডে ছিলেন না চুয়ামেনি। দুর্দান্ত ফর্মে থাকা পিএসজির ফরোয়ার্ড উসমান দেম্বেলে, বার্সেলোনার ডিফেন্ডার জুল কুন্দেও আছেন দলে। আগামী ২০ মার্চ ক্রোয়েশিয়ার মাঠে খেলবে ফ্রান্স। তিন দিন পর ফিরতি লেগ হবে প্যারিসে।

পূর্ববর্তী নিবন্ধরোগীদের কল্যাণে কাজ করে যাবে কিডনি রোগী কল্যাণ সংস্থা
পরবর্তী নিবন্ধকোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি