ফ্রান্স থেকে সংগৃহীত ৮৫ কোটি টাকা মূল্যের সাপের বিষসহ পাঁচজনকে আটক করেছে র্যাব। অবৈধভাবে এসব বিষ বাংলাদেশে এনেছিল আন্তর্জাতিক চোরাচালান চক্রের সদস্যরা। র্যাব জানায়, আটককৃতরা মূলত বাহক। তারা হলেন শফিকুল ইসলাম, জহিরুল হক, মজিবুর রহমান, দুলাল ও মোকলেসুর রহমান। তাদের রাজধানীর রামপুরা থানাধীন চৌধুরীপাড়ার লোহার গেট এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়েছে। খবর বাংলানিউজের।
উদ্ধার হওয়া বিষের আন্তর্জাতিক বাজারমূল্য ১০ মিলিয়ন ডলার। গতকাল শুক্রবার বিকেলে তাৎক্ষণিক এক ব্রিফিংয়ে এ তথ্য জানান র্যাব-১২ উপ-অধিনায়ক মেজর মো. মশিউর রহমান।
তিনি বলেন, উদ্ধার করা বিষের সঙ্গে থাকা ম্যানুয়াল থেকে জানা যায়, ফ্রান্স থেকে এসব বিষ সংগ্রহ করা হয়। চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আসে। এখানে লিকুইড ও ক্রিস্টাল হিসেবে বিষগুলো পাওয়া গেছে। এসব সাপের বিষ বাংলাদেশ হয়ে কোথায় যাচ্ছিল তা খোঁজ নিতে তদন্ত চলছে। র্যাবের এই কর্মকর্তা বলেন, আমরা জানতে পেরেছি এসব বিষের বিভিন্ন ধরনের অবৈধ ব্যবহার রয়েছে। মাদক ও ওষুধ তৈরির কাজে তা ব্যবহৃত হয়। তবে এগুলো সাপের আসল বিষ কিনা বা কোনো পরীক্ষা করা হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা যে সব প্রমাণ পেয়েছি তাতে সাপের বিষ ধরা হচ্ছে। তবে আমরা সন্দেহজনক বিষ হিসেবে উল্লেখ করছি।