গত সেপ্টেম্বর মাসের শেষের দিকে ফরাসি রম্য সাময়িকী শার্লি হেবদোর সাবেক কার্যালয়ে হামলা চালান এক পাকিস্তানি তরুণ। এতে দু’জন আহত হন। এ ঘটনায় ফ্রান্সে চারজন পাকিস্তানি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। খবর বাংলানিউজের।
রয়টার্স এবং এএফপি জানায়, সন্ত্রাসী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে এ চারজনকে গ্রেফতার করা হয়। ওই চারজন হামলার বিষয়টি জানতেন এবং হামলাকারীকে এ কাজ করতে উসকানি দিয়েছেন, এমন সন্দেহ করছে ফরাসি পুলিশ। হামলার পরপরই হামলাকারী ২৫ বছর বয়সী জহির হাসান মাহমুদকে গ্রেফতার করে পুলিশ।