ইরানে সাবেক উপ–প্রতিরক্ষামন্ত্রী ও ব্রিটিশ–ইরানি দ্বৈত নাগরিক আলিরেজা আকবরিকে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় ক্ষুদ্ধ প্রতিক্রিয়া প্রকাশ করে প্যারিসে ইরানের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে ডেকে পাঠিয়েছে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রণালয়। ইরানের বিচারবিভাগ শনিবার আকবরির মৃত্যুদণ্ড কার্যকরের কথা জানায়। আকবরিকে মুক্তি দিতে লন্ডনের জানানো আহ্বান উপেক্ষা করে ইরান এ দণ্ড কার্যকর করেছে।
এরপরই এর প্রতিবাদে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রণালয় রাজধানী প্যারিসে নিয়োজিত ইরানের শীর্ষ কূটনীতিককে ডেকে পাঠায়। খবর বিডিনিউজের। তাকে সতর্ক করে দিয়ে মন্ত্রণালয় এও বলেছে, কোনও জবাববিহীন ভাবে ইরানের বারবার আন্তর্জাতিক আইন লঙ্ঘন চলতে পারে না। বিশেষ করে কোনও বিদেশি নাগরিকের সঙ্গে আচরণের ক্ষেত্রে, যাকে তারা ইচ্ছাকৃতভাবে আটক করে। পশ্চিমা অন্যান্য দেশগুলোর মতো ফ্রান্সও সমপ্রতি কয়েকমাসে ইরানের ওপর চাপ বাড়ানোর চেষ্টা নিয়েছে।