ফ্রান্সের পাশে ইইউ

সাবমেরিন বিতর্ক

| বৃহস্পতিবার , ২৩ সেপ্টেম্বর, ২০২১ at ১২:১৫ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্যের নতুন অকাস জোট গঠনের পর সাবমেরিন চুক্তি নিয়ে বিতর্কে ইউরোপীয় ইউনিয়নকে পাশে পেয়েছে ফ্রান্স। ইইউ নেতারা ফ্রান্সের পাশে দাঁড়িয়েছেন। ইইউর অন্যতম প্রধান কূটনীতিক জোসেপ বরেল বলেছেন, ইইউ ফ্রান্সের পাশে আছে। খবর বিডিনিউজের।
ইউরোপীয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিন সিএনএনকে বলেছেন, আমাদের এক সদস্য দেশের সঙ্গে এমন ব্যবহার করা হয়েছে, যা মেনে নেওয়া যায় না।

পূর্ববর্তী নিবন্ধবিসিবিতে এবার চট্টগ্রামের নয় কাউন্সিলর
পরবর্তী নিবন্ধফুটপাতে দাঁড়িয়ে পিজা খেতে হলো বোলসোনারোকে