ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার শিক্ষাব্যবস্থা ধ্বংস করে গেছে

নাজিরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের সমাবেশে সরওয়ার আলমগীর

ফটিকছড়ি প্রতিনিধি | শনিবার , ৩০ আগস্ট, ২০২৫ at ৬:৪২ পূর্বাহ্ণ

নাজিরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এসএসসির কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ গত ২৮ আগস্ট বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা বিএনপি নেতা সরওয়ার আলমগীর। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার শিক্ষাব্যবস্থা ধ্বংস করে গেছে। শিক্ষার মানোন্নয়নের নামে লুটপাট করেছে।  তিনি আরো বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ছাত্রনেতারা দেশ গঠনে ভূমিকা রেখেছিলেন, অথচ চব্বিশের ছাত্রনেতারা এখন হালুয়া রুটি খেতে ব্যস্ত হয়ে গেছে। অধ্যাপক মোহাম্মদ ইদ্রিস মিয়া প্রধান বক্তা ছিলেন। প্রধান শিক্ষক অসীম কুমার চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নাজিরহাট আদর্শ ব্যবসায়ী সমিতির সভাপতি নাছির উদ্দীন চৌধুরী, নুর আহমদ ইঞ্জিনিয়ার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ নুরুল হুদা, দক্ষিণ দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল আলম, বেলাল উদ্দিন, এস এম আক্কাছ, সিরাজুদ্দৌলাহ্‌ চৌধুরী দুলাল। শিক্ষক তিলক কুমার বৈদ্যের সঞ্চালনায় বক্তব্য দেন মোহাম্মদ হাসান কবির, জাহানারা বেগম ও জান্নাতুল আধন।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচনকে সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা রোভার স্কাউটসের আইসিটি কোর্সের উদ্বোধন