ফ্যাসিস্টকে যারা প্রতিষ্ঠার চেষ্টা করতে চাইবে তাদেরও দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে

৩৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সম্মেলনে মুহাম্মদ শাহজাহান

| রবিবার , ১৮ মে, ২০২৫ at ৫:১০ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, ইসলামই বিশ্ব মানবতার মুক্তির শেষ পথ, আল্লাহতায়ালা কোরআন মাজিদে এ কথা অত্যন্ত স্পষ্টভাবে পরিষ্কার করেছেন, পরকালে মুক্তি পেতে হলে, দ্বীন হিসেবে ইসলামকেই গ্রহণ করতে হবে।

আদর্শ হিসেবে ইসলামকেই মানতে হবে। ইসলাম ছাড়া বাকি সব ধর্ম বাতিল। এর কারণ হলো এগুলোর কোনোটি মানব রচিত আর কোনোটি মানব দ্বারা পরিবর্তিত। ফ্যাসিস্ট আওয়ামী লীগকে যারা পুনরায় প্রতিষ্ঠার চেষ্টা করতে চাইবে তাদেরও দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে। গত ১৬ মে ইপিজেড থানা ৩৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সহযোগী সদস্য সম্মেলনে তিনি প্রধান অতিথি বক্তব্য এসব কথা বলেন।

৩৯ নং ওয়ার্ড আমীর ওসমান গনির সভাপতিত্বে ও অফিস সেক্রেটারি মামুন খানের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন সাবেক কাউন্সিলর মো. শফিউল আলম, ইপিজেড আমীর মো. আবুল মোকাররম, অ্যাডভোকেট মো. শাহেদ, সিটিজেন ফোরামের সাধারণ সম্পাদক মুজিবুল হক বকুল, ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি জেনারেল আব্দুল্লাহ আল আরিফ, মো. শফিউল আলম, মাওলানা মোজাম্মেল হক, আব্দুর রহিম বিশ্বাস, মো. ফখরুল ইসলাম, ডা. আবুল কালাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচলন্ত অবস্থায় ভাঙল সংযোগ হুক, বগি ফেলে ছুটল ট্রেনের ইঞ্জিন
পরবর্তী নিবন্ধড.আ জ ম ওবায়েদুল্লাহ স্মরণ সভা ও দোয়া মাহফিল