বাংলাদেশ জামায়াতে ইসলামের চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, ইতিহাসে যুব সমাজ সবসময়ই নেতৃত্বের দায়িত্ব পালন করেছে। প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)-এর সময় যুবকদের সক্রিয় অংশগ্রহণ সমপ্রদায়ের স্থায়ীত্ব ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। যুব সমাজকে বেকার রেখে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। ৫ আগস্ট ফ্যাসিবাদ পতনে দেশের তরুণ যুবকেরাই অগ্রণী ভূমিকা পালন করে। গত ১৩ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে সিঙ্গাপুর মার্কেটের সামনে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে দেওয়ানহাট ধনিয়ালা পাড়াস্থ বায়তুশ শরফ জামে মসজিদ গেট হতে র্যালি শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন, মহানগরী জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, নগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান, শফিউল আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।