ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে আমরা নতুন শিক্ষা ব্যবস্থা পেতে যাচ্ছি

চট্টগ্রামে বাউবি উপাচার্য

| শনিবার , ১৮ জানুয়ারি, ২০২৫ at ১০:২৫ পূর্বাহ্ণ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবাইদুল ইসলাম বলেছেন, বাউবি শিক্ষার্থীদের সুবিধাঅসুবিধা জানার জন্য আমি সারাদেশ চষে বেড়াচ্ছি। আমি বাউবিকে একটি মডেল বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার চেষ্টায় আছি। প্রতিটি জেলায় ক্লাস ও পরীক্ষার জন্য নিজস্ব ভবন তৈরী করার প্রস্তাব দিয়েছে শিক্ষার্থীরা। এর সঙ্গে আমিও ঐকমত্য পোষণ করছি। তিনি বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে আমরা নতুন এক শিক্ষা ব্যবস্থা পেতে যাচ্ছি। নকলমুক্ত পরিবেশে শিক্ষার্থীরা এখন থেকে স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষা দিয়ে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে।

তিনি গতকাল শুক্রবার সকালে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্রে আয়োজিত বাউবি এমবিএর (বাংলা মাধ্যম) ৯ম ব্যাচের ওরিয়েন্টশন প্রোগ্রাম ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রথান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বাউবির আঞ্চলিক পরিচালক মোহাম্মদ ফরিদুল আলমের সভাপতিত্বে ও উপআঞ্চলিক পরিচালক হেলাল উদ্দিন পাটোয়ারী সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপউপাচার্য অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, ওপেন স্কুল ডিন অধ্যাপক ড. শিরিন সুলতানা, রিসোর্স পারসন বাউবির কেন্দ্রীয় সমন্বয়কারী (এমবিএ বাংলা মাধ্যম) অধ্যাপক ড. মোতাহারুল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ‘ডাক দিয়ে যাই’ এর কেন্দ্রীয় মুখপাত্র রাবেয়া সুলতান, চট্টগ্রাম অঞ্চলের সভাপতি ফরহাদ হোসেন ও সাধারণ সম্পাদক মো. পারভেজ খান।

অনুষ্ঠানে বাউবি শিক্ষার্থীদের পক্ষ থেকে উপাচার্যের হাতে ৮ দফা দাবি সংবলিত স্মারকলিপি তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআগামীর বাংলাদেশ হবে ন্যায়-ইনসাফের
পরবর্তী নিবন্ধআজ ড. মাহবুবুল হক স্মরণসভা