ফৌজদারহাট ক্যাডেট কলেজের আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা–২০২৫ এর সমাপনী অনুষ্ঠান গতকাল বুধবার কলেজের এ্যাথলেটিক্স গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শহীদুল্লাহ হাউস চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেজর জেনারেল খন্দকার মো. শাহিদুল এমরান। বিশেষ অতিথি ছিলেন তার সহধর্মিণী নাজমুন নাহার। প্রধান অতিথিকে অভ্যর্থনা জানান কলেজ অধ্যক্ষ মাহিনুর আক্তার।
অতিথিবৃন্দ ক্যাডেটদের মনোমুগ্ধকর ডিসপ্লে ও বিভিন্ন প্রতিযোগিতা উপভোগ করেন। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি বিজয়ী ক্যাডেট ও অন্যান্য প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রধান অতিথি বক্তব্যে বিভিন্ন ক্ষেত্রে ক্যাডেটদের দক্ষতা ও দৈনন্দিন কার্যক্রমের কঠোর অনুশীলনে, শিক্ষক, কর্মকর্তা–কর্মচারী ও অভিভাবকগণের নিরলস প্রচন্ড প্রচেষ্টার প্রশংসা করেন। ক্যাডেটদের দেশমাতৃকার প্রয়োজনে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য নির্দেশনা প্রদান করেন।












