ফৌজদারহাট ক্যাডেট কলেজের আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার কলেজের এ্যাথলেটিক্স গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেনারেল অফিসার কমান্ডিং ২৪ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়া মেজর জেনারেল মিজানুর রহমান শামীম প্রধান অতিথি ছিলেন। প্রতিযোগিতা শেষে তিনি বিজয়ী ক্যাডেট ও অন্যান্য প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
ফৌজদারহাট ক্যাডেট কলেজের চার দিনব্যাপী আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শহীদুল্লাহ হাউস চ্যাম্পিয়ন ও নজরুল হাউস রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে। গত ১৯ ডিসেম্বর কলেজ এ্যাথলেটিঙ গ্রাউন্ডে এ প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতায় ক্যাডেটরা ৩০টি ইভেন্টে অংশগ্রহণ করে।