ফৌজদারহাট ক্যাডেট কলেজের ১৮তম ব্যাচের কলেজে যোগদানের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে এই ব্যাচের ক্যাডেট বন্ধুত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করতে এবং মনের নীল আকাশে ডানা মেলা রঙিন ঘুড়িকে আরো রাঙিয়ে দিতে গত ২৬ থেকে ২৮ আগস্ট মিলিত হয় কক্সবাজারে। উল্লেখ্য, স্বাধীনতার পূর্বে মনোনীত হয়ে এই ব্যাচ কলেজে যোগ দেয় ১৯৭২ সালের ৩০ আগস্ট। ১৮তম ব্যাচ স্বাধীনতা-উত্তর প্রথম ব্যাচ। শোকাবহ আগস্টে জাতির জনক বঙ্গবন্ধুকে স্মরণের মাধ্যমে এই অনুষ্ঠানের শুরু।
মিলন মেলায় ছিল আড্ডা, স্মৃতি চারণ, খেলাধূলা, খুনসুটি, সংগীত ও নৃত্য। আলোচনায় স্মরণ করা হয় ব্যাচের সেই সাত জন বন্ধুকে যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছে। বারবার ফিরে এসেছে ফৌজদারহাট ক্যাডেট কলেজের সেই অসাধারণ ক্যাম্পাস যেখানে ক্যাডেটদের শৈশব আর কৈশর লুকায়িত, যেখানে আজীবনের বন্ধুত্ব তৈরি হয়, যেখানে জীবনে দিগন্ত ছোঁয়ার স্বপ্ন দেখানো হয়, যেখানে আত্মবিশ্বাসের বীজ বপন করা হয়। দূরত্ব কিংবা স্বাস্থ্যগত কারণে যে কজন বন্ধু উপস্থিত থাকতে পারেনি তারাও যুক্ত ছিল ভার্চুয়াল ফ্লাটফর্মের কল্যাণে। বন্ধুদের সঙ্গে কাটানো দীর্ঘ পাঁচ বছরের বর্ণিল স্মৃতিগুলি নতুন করে আরো রঙ্গিন হয়ে গেল। সবাই ফিরে গেল এই আশা নিয়ে আবারো দেখা হবে কোথাও না কোথাও প্রাণের উচ্ছ্বাসে। প্রেস বিজ্ঞপ্তি।