ফৌজদারহাট আইএইচটি শিক্ষার্থীদের ফের মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

সীতাকুণ্ড প্রতিনিধি | মঙ্গলবার , ৫ নভেম্বর, ২০২৪ at ৮:৩০ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের ফৌজদারহাট বায়েজিদ লিংক রোড এলাকায় ঢাকাচট্টগ্রাম মহাসড়কে ফের অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) শিক্ষার্থীরা। পরে বেলা ১২টার দিকে পুলিশের অনুরোধে মহাসড়ক থেকে উঠে যান শিক্ষার্থীরা।

পুলিশ জানায়, গতকাল বেলা ১১টার দিকে আইএইচটির শিক্ষার্থীরা ব্যানারফেস্টুন নিয়ে বায়েজিদ লিংক রোডস্থ ঢাকাচট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেন। এসময় তারা বিক্ষোভ মিছিল করেন। সেখানে তাদের ৬ দফা দাবির সমর্থনে বক্তব্য দেন। এ সময় মহাসড়কের উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দীর্ঘ যানজট লেগে যায়।

বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি এন্ড ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা ও মেডিকেল টেকনোলজিস্ট বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মিজানুর রশীদ বলেন, ছয়দফা দাবিতে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকাচট্টগ্রাম মহাসড়কে অবস্থান করি। আমাদের দাবিগুলো মেনে না নিলে কঠোর আন্দোলনের পাশাপাশি দেশের সকল সরকারি এবং প্রাইভেট হাসপাতালে কর্মবিরতির মাধ্যমে শাটডাউন করে দেয়া হবে।

শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে স্বতন্ত্র পরিদপ্তর গঠন, ডিপ্লোমাধারী টেকনোলজিদের দশম গ্রেড ও স্নাতক ডিগ্রিধারী টেকনোলজিস্টদের নবম গ্রেড দেওয়া, ঢাকা আইএইচটিকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি নামে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা ও মেডিকেল টেকনোলজি কাউন্সিল গঠন করে পেশাদার লাইসেন্স প্রদান।

ফৌজদারহাট আইএইচটির অধ্যক্ষ নূপুর কান্তি দাস বলেন, গত রবিবারের মত সোমবারও (গতকাল) শিক্ষার্থীরা ক্যাম্পাস ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা ছয় দফা দাবিতে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের দাবির বিষয়ে কলেজ ক্যাম্পাসে কিছু করণীয় নেই। এর আগে গত ২০ অক্টোবর শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি দিয়েছেন। ওই স্মারকলিপি স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হয়েছে।

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, আইএইচটির শিক্ষার্থীরা সোমবারও এক ঘণ্টা ধরে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে। এসময় মহাসড়কে যানজট সৃষ্টি হওয়ায় অনুরোধ করলে শিক্ষার্থীরা মহাসড়ক ছেড়ে দেন। সড়ক অবরোধের কারণে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

পূর্ববর্তী নিবন্ধখুলশীতে মধ্যরাতে বসতঘরে সন্ত্রাসী হামলা, গুলিবিদ্ধ ১
পরবর্তী নিবন্ধঅনলাইনে নিলামে উঠছে ফেব্রিক্সসহ ৪৬ লট পণ্য