ফৌজদারহাটে ৫০০ থেকে ৭০০ শয্যার জেনারেল হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৩ মার্চ, ২০২৫ at ৫:৫৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামের ফৌজদারহাটে ৫০০ থেকে ৭০০ শয্যার জেনারেল হাসপাতাল নির্মাণে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এর প্রেক্ষিতে সম্প্রতি একটি প্রকল্প গ্রহণ করার পাশাপাশি তা বাস্তবায়নে ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন করতে তোড়জোড় শুরু করেছে স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব শিরিন আখতার স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, বর্তমান অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টাসহ অন্যান্য উপদেষ্টাবৃন্দ চট্টগ্রাম সফরকালে হাসপাতাল নির্মাণের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করেন। যার প্রেক্ষিতে সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগের পক্ষ থেকে ঢাকার উত্তরা এবং মিরপুরের পাশপাশি চট্টগ্রামের ফৌজদারহাট কেন্দ্রীক পৃথক ৫০০৭০০ শয্যার হাসপাতাল গড়ে তোলার সিদ্ধান্ত নেয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধচমেক হাসপাতালের বহির্বিভাগ বন্ধ থাকায় রোগীদের চরম দুর্ভোগ
পরবর্তী নিবন্ধজনগণ দ্রুত নির্বাচনের জন্য অপেক্ষা করছে : খসরু