ফৌজদারহাটে নাভানা আসু ভেলেরীয়ান হস্তান্তর

| বৃহস্পতিবার , ২৯ ডিসেম্বর, ২০২২ at ৫:১৪ পূর্বাহ্ণ

নাভানা রিয়েল এস্টেট চট্টগ্রামে তাদের ১১তম অ্যাপার্টমেন্ট প্রজেক্ট ‘নাভানা আসু ভেলেরীয়ান’ আনুষ্ঠানিকভাবে গ্রাহকদের কাছে গত ২৭ ডিসেম্বর হস্তান্তর করা হয়। নাভানা রিয়েল এস্টেট চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত তাদের নিজস্ব অফিসের কনফারেন্স রুমে অনাড়ম্বর অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নাভানা গ্রুপের চট্টগ্রাম বিভাগের অপারেশন হেড মিয়া সেলিম শেখ।

১০তলা বিশিষ্ট নান্দনিক এই প্রজেক্টের প্রতিটি ফ্লোরে রয়েছে ১টি করে ফ্ল্যাট। মোট ৯টি ফ্ল্যাট ও ৯টি পার্কিং স্পেসসহ আরো কিছু সুযোগসুবিধা সম্বলিত এই প্রজেক্টটি নির্মিত হয়েছে। এই প্রজেক্টের এক পাশে খোলা বিস্তৃত সবুজ পাহাড়ের খোলামেলা দৃশ্য ও উপর হতে বঙ্গোপসাগরের মনোরম দৃশ্য দেখা যায়। অনুষ্ঠানে জহিরুল ইসলাম আলমগীরকে চেয়ারম্যান ও নুর আলমকে সেক্রেটারি করে কমপ্লেক্স পরিচালনার জন্য এডহক কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে নাভানা রিয়েল এস্টেট, চট্টগ্রামের সিনিয়র এজিএম আবদুল্লাহ আল হারুন চৌধুরী (মেহেদী) স্বাগত বক্তব্য দেন। তিনি অনুষ্ঠানে আগত সকল অ্যাপার্টমেন্ট ও ওনারদের ধন্যবাদ জানান এবং সকলের সহযোগিতা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠান পরিচালনা করেন নাভানা রিয়েল এস্টেট, চট্টগ্রাম সেলস ডিপার্টমেন্টের সিনিয়র এক্সিকিউটিভ তাওসিফ উল আলম ইসমাইল। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনাট্যকার চৌধুরী জহুরুল হক স্মরণসন্ধ্যা ৩ জানুয়ারি
পরবর্তী নিবন্ধইরানে মৃত্যুদণ্ডের সাজার মুখে শতাধিক বিক্ষোভকারী