ফৌজদারহাটে ক্রেন ভেঙে গার্ডার মাটিতে

আজাদী অনলাইন | রবিবার , ৬ ডিসেম্বর, ২০২০ at ৬:১৬ অপরাহ্ণ

ফৌজদারহাটে নির্মাণাধীন রেলওভার ব্রিজের গার্ডার তোলার সময় ক্রেন ভেঙে একটি গার্ডার মাটিতে পড়ে গেছে।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) বাস্তবায়নাধীন প্রকল্প ফৌজদারহাট-বায়েজিদ লিংক রোডে এ দুর্ঘটনা ঘটে আজ রবিবার (৬ ডিসেম্বর) বিকেলে। বাংলানিউজ
এতে নির্মাণকাজের সঙ্গে সংশ্লিষ্ট একজন আহত হলেও তার নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সিডিএ’র প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস জানান, আজ রবিবার ফৌজদারহাট অংশে নির্মাণাধীন রেলওভার ব্রিজে গার্ডার তুলছিলেন সংশ্লিষ্টরা। এ সময় ক্রেন ভেঙে একটি গার্ডারের একপাশ মাটিতে পড়ে যায়।
তিনি বলেন, “গার্ডার মাটিতে পড়ে গেলেও রেল চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়নি। আরেকটি ক্রেন এনে গার্ডারটি উপরে তোলার ব্যবস্থা করা হচ্ছে। আজকের মধ্যেই সেটি ঠিক জায়গায় স্থাপন করা হবে।”
প্রায় ৬ কিলোমিটার দৈর্ঘ্যের ঢাকা ট্রাংক রোডের ফৌজদারহাট অংশ থেকে নগরীর বায়েজিদ বোস্তামী পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণে ফৌজদারহাট-বায়েজিদ লিংক রোড প্রকল্প হাতে নেয় সিডিএ।
২০১৬ সালের জুনে ১৭২ কোটি ৪৯ লাখ টাকার এ লিংক রোড প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুরুতে দুই লেনের সড়ক করার কথা থাকলেও ২০১৬ সালের অক্টোবরে সড়কটি চার লেনে উন্নীত করার সিদ্ধান্ত হয়। এতে খরচ বেড়ে দাঁড়ায় ৩২০ কোটি টাকা।

পূর্ববর্তী নিবন্ধমানিকছড়িতে দুই জমজ শিশুকে ধর্ষণের অভিযোগে পিতা গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধছদ্মবেশে পলাতক আসামী ধরলেন কাপ্তাই থানার ওসি