ফোন সরিয়ে রাখুন, জীবন উপভোগ করুন

দীপান্বিতা চৌধুরী | সোমবার , ২৫ জুলাই, ২০২২ at ৫:২৫ পূর্বাহ্ণ

মোবাইল কখনও জীবন উপভোগের উপকরণ হতে পারে না। এমনটাই বললেন স্বয়ং মোবাইল আবিষ্কারক মার্টিন কুপার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। সাক্ষাৎকার গ্রহণকারী জেইন ম্যাককাবিন কুপারকে প্রশ্ন করেন, আমার মত যারা দিনে পাঁচ ঘণ্টা মোবাইল ব্যবহার করে তাদের কী বলবেন? এ সময় বিষ্ময় প্রকাশ করেছেন কুপার। সত্যিই আপনি দিনে পাঁচ ঘণ্টা সময় দেন মোবাইলের পেছনে! তারপর একগাল হাসি হেসে বলেন, জীবনকে উপভোগ করুন। ১৯৭৩ সালে ৩ এপ্রিল প্রথম মোবাইল আবিষ্কার করেন মার্টিন। সেদিনের কথা স্মরণ করে তিনি বলেন ফোনটা আড়াই পাউন্ড ওজনের ছিল।
পাঁচ ঘণ্টা সময় দেয়াকে মার্টিন কুপার বেশি মনে করেছেন মোবাইলের জন্য। কিন্তুু অপ্রিয় সত্যি আমাদের মধ্যে এমনও আছে যারা কোনো কারণ ছাড়াই অনিয়মিত ভাবে মোবাইল ব্যবহার করেন। ভয়ের কারণ হচ্ছে এই তালিকায় আমাদের ইয়ং জেনারেশান এর সংখ্যাটা অনেক বেশি। এবং বর্তমানে ছোট বাচ্চারাও এই আসক্তির পথে। এনড্রয়েড মোবাইলগুলোতে ভাল জিনিস যেমন আছে ঠিক তেমনি নিষিদ্ধ জিনিসও কম নয়। যার দরুন অনেক মেধাবী শিক্ষার্থীরাও নষ্ট হওয়ার পথে প্রায়। ভুল মনের লেনদেনে জড়ানো, পর্ণে আসক্তি, গেইম এ আসক্তি, ফেক আইডি খোলার প্রবণতা ইত্যাদি ইত্যাদি।
এসব তো সৃজনশীলতার উপমা বা জীবন উপভোগের উপকরণ হতে পারে না। বরং এসব জীবন নষ্টের অন্যতম কারণ। আমি আত্মহত্যার জন্যও এসব কারণকে দায়ী করবো। তার জন্য বড়দের আগে পরিবর্তনের ভূমিকা টা নিতে হবে। একজন শিক্ষার্থী বা ছেলের-মেয়ের সাথে যখন তার মা বাবা ও শিক্ষকের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি হয়, এবং তার মন সাংস্কৃতিক চর্চায় ডুবানো যায় তাহলে কখনও তার মোবাইল আসক্তি হবে না সাংস্কৃতিক চর্চা যত বাড়বে, পরিবারকে সময় দেয়া যত বাড়বে, এবং কায়িক শ্রম যত বাড়বে মোবাইল আসক্তি তত কমবে। এবং এটাই হবে আগামীর ভবিষ্যৎ কর্ণধারদের জন্য উত্তম।

পূর্ববর্তী নিবন্ধপূর্ণেন্দু দস্তিদার : এক বিদগ্ধ বিপ্লবী
পরবর্তী নিবন্ধসুবিধাবঞ্চিত চা শ্রমিকদের জন্য পদক্ষেপ জরুরি