ফোনে দোকানিকে বাইরে ডেকে নিয়ে ক্যাশ চুরি

বোয়ালখালী প্রতিনিধি | সোমবার , ৫ জানুয়ারি, ২০২৬ at ৫:৪৩ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে দোকানিকে ফোনে বাইরে ডেকে নিয়ে ৫ মিনিটে ক্যাশ ভেঙে নিয়ে গেল দেড় লাখ টাকা। গতকাল রোববার বিকেল সাড়ে ৪ টার দিকে পৌর সদরের পাইলট স্কুল মার্কেটের নিচতলায় এ ঘটনা ঘটে।

সৈয়দ মেটাল নামের এই দোকানে মোবাইল ব্যাংকিংয়ের ব্যবসা করেন স্বত্বাধিকারী মো. মফজল। তিনি বলেন, একটি নাম্বার থেকে বিকেল সাড়ে ৩ টার দিকে এক ব্যক্তি আইসক্রিম কোম্পানির পরিচয় দিয়ে কল দেন। তিনি বলেন পৌর সদরে যেতে। এরপর আবার ৪ টা ২২ মিনিটে আবারো কল দিলে তিনি ক্যাশ বাক্স তালাবদ্ধ করে দোকান থেকে ১০০ গজ দূরত্বের নির্দিষ্ট স্থানে যান। এরপর কাউকে না পেয়ে তিনি ৫ মিনিটের মধ্যে ফিরে এসে দেখেন দোকানের ক্যাশবাঙ ভাঙা। ক্যাশে রাখা ১ লাখ ৫০ হাজার টাকার বান্ডিল নেই।

সিসি টিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, মুখে কালো মাস্ক গায়ে ফুল হাতা গেঞ্জি ও লুঙ্গি পরিহিত এক ব্যক্তি ৪টা ২৭মিনিটের সময় প্রবেশ করেন এবং ৪টা ২৯ মিনিটের সময় বেরিয়ে যান। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন মফজল।

পূর্ববর্তী নিবন্ধআজ টিআইসিতে সহযাত্রীর নাটক ‘একটি অবাস্তব গল্প’
পরবর্তী নিবন্ধচুরির অভিযোগে ঢাকায় নারীকে বেঁধে পানি ঢেলে নির্যাতন, আটক ৫