ফেয়ার-এর নতুন ভবন নির্মাণে চুক্তি স্বাক্ষর

| শনিবার , ২২ মে, ২০২১ at ৬:৩৯ পূর্বাহ্ণ

ফাউন্ডেশন ফর অটিজম রিসার্চ অ্যান্ড এডুকেশন (ফেয়ার) গত ১৯ মে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নতুন ভবন নির্মাণের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট যুগ্মসচিব চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. জাফর আলমের সভাপতিত্বে ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মাহাবুবুল হক খানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেয়ারের প্রেসিডেন্ট জেলা প্রশাসক মোহাম্মদ মুমিনুর রহমান। ফেয়ারের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন জেনারেল সেক্রেটারী ডা. ফাহমিদা ইসলাম চৌধুরী, নির্মাণ প্রতিষ্ঠান পিটুপির পক্ষে ম্যানিজিং ডাইরেক্টর মোস্তফা আশরাফুল ইসলাম আলভী।
প্রধান অতিথি জেলা প্রশাসক ফেয়ারের বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং প্রকল্প বাস্তবায়নে সর্বোচ্চ সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, উপ সচিব নওয়াব আসলাম হাবীব, আর্কিটেক্ট মেহেদি হাসান, অধ্যাপক মোহাম্মদ আবুল হোছাইন, শামীম আরা দিনা, ইঞ্জিনিয়ার নাজিম উদ্দীন খান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅস্ত্রসহ ডাকাত গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে মৃত্যুশূন্য দিনে আক্রান্ত ১৩৭ জন